West Bengal news: বিঘের পর বিঘে জমির মালিকানা বদলে দিচ্ছে জমি মাফিয়ারা! মাথায় হাত জমির মালিকদের

Last Updated:

West Bengal news: পূর্বপুরুষদের জমিতে চাষবাস সবই চলছে, দলিল পত্র সব আলমারিতে যত্ন করে রাখা। জমির খাজনা দিতে গিয়ে দেখলেন সে জমি রেজিস্ট্রি হয়ে রেকর্ড হয়ে গিয়েছে অন্যজনের নামে। তখন তো মাথায় হাত ওঠার মতো অবস্থা।

বেহাত হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি
বেহাত হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি
বর্ধমান: পূর্বপুরুষদের জমিতে চাষবাস সবই চলছে, দলিল পত্র সব আলমারিতে যত্ন করে রাখা। জমির খাজনা দিতে গিয়ে দেখলেন সে জমি রেজিস্ট্রি হয়ে রেকর্ড হয়ে গিয়েছে অন্যজনের নামে। তখন তো মাথায় হাত ওঠার মতো অবস্থা। এমনই ঘটনা ঘটছে পূর্ব বর্ধমানের অনেক গ্রামে। জাল কাগজ তৈরি করে জমি অন্যের নামে রেকর্ড করিয়ে মোটা টাকায় বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়াদের একটা চক্র।
এই জালিয়াতির বিষয়টি আলোড়ন ফেলে দিয়েছে এই জেলার পূর্বস্থলীর শিঙারি গ্রামে। এই গ্রামের একশোর কাছাকাছি দলিল অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। জমির আসল মালিকরা তা জানতেও পারেননি। প্রথমে দু-এক জনের নজরে আসে। তাদের কাছ থেকে শুনে জমির রেকর্ড খতিয়ে দেখতে গিয়ে মাথায় হাত অনেকেরই। পূর্ব পুরুষদের যে ভিটেয় বাড়ি করে বাস করছেন তার মালিক নাকি অন্য।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দারা বলছেন, কুড়ি পঁচিশ জনের একটি চক্র জমির এই জালিয়াতির সঙ্গে যুক্ত। এলাকার কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের কিছু অসাধু আধিকারিকের যোগ সাজশে এই জমি মাফিয়ারা আসল মালিকদের কোনও কিছু বুঝতে না দিয়ে জমি অন্য লোককে বিক্রি করে দিচ্ছে। তাদের হাতে আসল সরকারি নথীও তুলে দেওয়া হচ্ছে। কি করে তাঁর অগোচরে জমির মালিকানা পরিবর্তন হয়ে গেল তা জানতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দাদের অনেকেই। কিন্তু এখনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।
advertisement
শুধু পূর্বস্থলী নয়, ভাতার, মেমারি, মন্তেশ্বর-সহ অনেক ব্লকেই এই জমি মাফিয়ারা সক্রিয় বলে অভিযোগ উঠেছে। তাদের দাপট এতোটাই বেশি যে অনেক সময় সাধারণ বাসিন্দারা প্রতিবাদ পর্যন্ত করতে পারছেন না। অনেকে জমির ন্যায্য মালিকানা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। এ ব্যাপারে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, “এমন বিষয় কখনোই বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখা হবে। এর সঙ্গে সরকারি কোনও কর্মী বা অফিসার জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ শাস্তিমূলক ব্যবস্হা নেওয়া হবে”।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: বিঘের পর বিঘে জমির মালিকানা বদলে দিচ্ছে জমি মাফিয়ারা! মাথায় হাত জমির মালিকদের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement