West Bengal news: সন্ধে নামলেই আসছে শিয়ালের দল, রাতে চোর! আতঙ্কে রাত জাগছেন বাসিন্দারা
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
West Bengal news: সন্ধে নামলে শিয়াল আতঙ্ক, রাত বাড়লে আবার চোরের উৎপাত! দোসর হয়েছে বর্ধমানের সোনাপলাশি ও তার আশপাশ গ্রামে। পুলিশ এসে টহল দিয়ে যাচ্ছে। চোর ধরতে গ্রামে মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে পালা করে রাত জাগছে গ্রামের বাসিন্দারাও। সব মিলিয়ে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের।
বর্ধমান: সন্ধে নামলে শিয়াল আতঙ্ক, রাত বাড়লে আবার চোরের উৎপাত! দোসর হয়েছে বর্ধমানের সোনাপলাশি ও তার আশপাশ গ্রামে। পুলিশ এসে টহল দিয়ে যাচ্ছে। চোর ধরতে গ্রামে মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে পালা করে রাত জাগছে গ্রামের বাসিন্দারাও। সব মিলিয়ে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে,মোটর সাইকেল নিয়ে চম্পট দিচ্ছে চোর। তবে বড় রাস্তায় পুলিশের টহলদারি গাড়ি চলে আসায় তারা রাস্তার ধারে মোটর সাইকেল ফেলে চম্পট দেয়। এরপর থেকে রাতপাহারা আরও বাড়িয়েছেন বাসিন্দারা। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেন, “সোনাপলাশি গ্রামের চোরেদের উপদ্রবের কথা শুনেছি, পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে”।
advertisement
advertisement
সব মিলিয়ে চোরের ভয়ে আতঙ্ক গ্রামে। চুরি আটকাতে এবার গ্রামের লোকই পালা করে রাত পাহারা দিচ্ছেন। এক হাতে টর্চ ও অন্য হাতে লাঠি নিয়ে পালা করে রাতের অন্ধকারে গোটা গ্রাম ঘুরছে গ্রাম্য পাহারাদাররা। নজর রাখতে হচ্ছে শিয়ালের দিকেও, শক্তিগড় থানার সোনাপলাশী গ্রামে শক্তিগড় থানার সিভিক ভলেন্টিয়ার ও গ্রামের যুবকরা হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে।
advertisement
বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরেই গ্রামে চোরের উপদ্রপ বেড়েছে। কয়েকদিন আগেই গ্রামে বহিরাগতরা ঢুকে একটি বাইক নিয়ে যাবার চেষ্টা করে। সেই ছবি ধরা পড়েছে যা সি সি টিভি ক্যামেরায়। পুলিশ দেখে বাইক ফেলে রেখে চম্পট দেয় তারা। এরপরই গ্রামের লোক পাহারার ব্যবস্থা করে। এলাকার বিধায়কও গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি রাত পাহারা দেবার জন্য প্রয়োজনীয় লাঠি,লাইট সমস্ত কিছু পুলিশকে দেবার জন্য শক্তিগড় থানার পুলিশের সাথে কথা বলেছেন।
advertisement
এ ব্যাপারে বিধায়ক বলেন, এমনিতেই শিয়ালের বাড়বাড়ন্ত বাসিন্দাদের উদ্বেগের মধ্যে রেখেছে। তার ওপর আবার চোরদের উপদ্রব বেড়েছে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাসিন্দারা। তাঁরা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি শক্তিগড় থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে বলেছি। গ্রামবাসীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 11:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সন্ধে নামলেই আসছে শিয়ালের দল, রাতে চোর! আতঙ্কে রাত জাগছেন বাসিন্দারা

