সাবধান! অ্যালকোহলের সঙ্গে কোন খাবার একেবারেই খাবেন না? সতর্ক করলেন চিকিৎসকেরা
- Published by:Tias Banerjee
Last Updated:
মদ্যপানের সঙ্গে ভারী নোনতা, ভাজা বা মিষ্টি খাবার যকৃত ও হজমে ক্ষতি করে, কফি বা এনার্জি ড্রিঙ্ক ডিহাইড্রেশন বাড়ায়। তাই কী খাবেন আর কী খাবেন না ভাল করে জানলে এড়াতে পারবেন কঠিন অসুখ।
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকে জেগে থাকার জন্য মদের সঙ্গে কফি বা এনার্জি ড্রিঙ্ক পান করেন। কিন্তু ক্যাফেইন শরীরকে আরও ডিহাইড্রেট করে। চিকিৎসকেরা সতর্ক করেছেন—ক্যাফেইন সাময়িক সজাগতা দিলেও এটি শরীরের নেশার সংকেত আড়াল করে দেয়। এতে মানুষ আরও বেশি মদ্যপান করতে পারেন, যার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পরবর্তী সময়ে ঘুমের ব্যাঘাত ও অস্থিরতা দেখা দিতেও পারে।
advertisement
advertisement
advertisement
