Check in Glitch at Airports: একাধিক বিমানবন্দরে চেক ইন বিভ্রাট, দেরিতে উড়ছে বিভিন্ন সংস্থার উড়ান! যাত্রীদের জন্য পরামর্শ দিল এয়ার ইন্ডিয়া
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে দাবি করা হয়েছে, বিভিন্ন বিমানবন্দরে থার্ড পার্টি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে৷
চেক ইন সিস্টেমে গোলযোগ৷ যার প্রভাব পড়েছে দেশের একাধিক বিমানবন্দরে৷ এর ফলে দেরিতে উড়ছে বিভিন্ন সংস্থার উড়ান৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে এমনই দাবি করা হয়েছে৷ দ্রুত এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জানিয়েছে সংস্থা৷
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে দাবি করা হয়েছে, বিভিন্ন বিমানবন্দরে থার্ড পার্টি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে৷ এর জেরে এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন বিমান সংস্থার চেক ইন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে৷
এই সমস্যা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বেশ কিছু উড়ান ছাড়তে দেরি হবে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে৷
advertisement
উড়ান কখন ছাড়বে তার সর্বশেষ আপডেট দেখে নিয়ে যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া৷ এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো-র কিছু বিমানও দেরিতে উড়ছে বলে খবর৷ তবে সেই বিলম্ব চেক ইন সমস্যার জন্য কি না, তা স্পষ্ট করেনি সংস্থা৷
advertisement
এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যামাডিয়াস নামে একটি সফটওয়্যারে সমস্যার জন্য চেক ইন বিভ্রাট দেখা দিয়েছে৷ বিভিন্ন বিমান সংস্থা বুকিং, রিজার্ভেশন, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করে থাকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 11:25 PM IST

