Parineeti-Raghav: সত্যিই কি নাকে সার্জারি করিয়েছেন রাঘব? সত্য ফাঁস হতেই ভিডিও উধাও! পরিনীতির হবু স্বামীকে নিয়ে তোলপাড়

Last Updated:
Parineeti-Raghav: আচমকাই নাকের সার্জারির কথা বলে ফেললেন আপ নেতা রাঘব৷ তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে৷
1/6
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা এখন নেটদুনিয়ার হটকেক৷ তাদের নিয়ে দিনভর চর্চা চলেই আসছে৷ গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া৷
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা এখন নেটদুনিয়ার হটকেক৷ তাদের নিয়ে দিনভর চর্চা চলেই আসছে৷ গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া৷
advertisement
2/6
বাগদানের পর থেকে বিভিন্ন অদেখা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েই চলেছে৷ কখনও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তো কখনও আবার ইমোশনাল  প্রতিটি সুন্দর মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল৷
বাগদানের পর থেকে বিভিন্ন অদেখা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েই চলেছে৷ কখনও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তো কখনও আবার ইমোশনাল প্রতিটি সুন্দর মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
3/6
 এর মধ্যেই সামনে এল এমন এক ভিডিও, যেখানে গোপন সত্য বেরিয়ে এল৷ আচমকাই  নাকের সার্জারির কথা বলে ফেললেন আপ নেতা রাঘব৷ তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে৷
এর মধ্যেই সামনে এল এমন এক ভিডিও, যেখানে গোপন সত্য বেরিয়ে এল৷ আচমকাই নাকের সার্জারির কথা বলে ফেললেন আপ নেতা রাঘব৷ তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
4/6
সার্জারির কথা শুনেই নেটিজেনরা বলতে শুরু করেছেন তবে কি প্রেমিকার সঙ্গে সৌন্দর্যে সমান সমান থাকতেই আরও একটু সুন্দর হয়েছেন রাঘব৷ বাগদানের আগের এই ঘটনা নিয়ে এখন আলোচনা চলছে৷
সার্জারির কথা শুনেই নেটিজেনরা বলতে শুরু করেছেন তবে কি প্রেমিকার সঙ্গে সৌন্দর্যে সমান সমান থাকতেই আরও একটু সুন্দর হয়েছেন রাঘব৷ বাগদানের আগের এই ঘটনা নিয়ে এখন আলোচনা চলছে৷
advertisement
5/6
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পরিবারের একজন সদস্যকে রাঘব বলছেন, আমার নাকটা আসলে মায়ের মতো ছিল কাকি, যেটা খুবই ছোট্ট৷ আমি সেটাকে বাবার মতো করলাম, একটু মেরামত করে নিলাম৷ এটুকু বলতেই রাঘবকে থামিয়ে দেন পরিণীতি৷ ততক্ষণে সবকথা রেকর্ড হয়ে গেছে৷
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পরিবারের একজন সদস্যকে রাঘব বলছেন, আমার নাকটা আসলে মায়ের মতো ছিল কাকি, যেটা খুবই ছোট্ট৷ আমি সেটাকে বাবার মতো করলাম, একটু মেরামত করে নিলাম৷ এটুকু বলতেই রাঘবকে থামিয়ে দেন পরিণীতি৷ ততক্ষণে সবকথা রেকর্ড হয়ে গেছে৷
advertisement
6/6
নেটদুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ তবে ভিডিওটি মুহূর্তের মধ্যে মুছে ফেলা হয়েছে৷ তারপর থেকেই আরও বেশি চর্চা শুরু হয়েছে৷ তবে কি সত্যিই নাকে অপারেশন করিয়েছেন রাঘব, প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ৷ তবে এর কোনও উত্তর পাওয়া যায় নি৷
নেটদুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ তবে ভিডিওটি মুহূর্তের মধ্যে মুছে ফেলা হয়েছে৷ তারপর থেকেই আরও বেশি চর্চা শুরু হয়েছে৷ তবে কি সত্যিই নাকে অপারেশন করিয়েছেন রাঘব, প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ৷ তবে এর কোনও উত্তর পাওয়া যায় নি৷
advertisement
advertisement
advertisement