Bengali Serial TRP: TRP-তে সেরা দশে থেকেও বন্ধের মুখে মেয়েবেলা? কোন ধারাবাহিক এবার সেরার আসনে? দেখুন তালিকা

Last Updated:

অন্যদিকে মেয়েবেলা শেষের গুঞ্জনের মধ্যেই নম্বর বাড়ল মেয়েবেলার। টিআরপি তালিকায় সেরা দশে থেকেও কেন বন্ধের মুখে এই মেগা?  রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে যাওয়াই কি তবে কারণ?

বিরাট নম্বরের ব্যবধানে সব মেগাকে পিছনে ফেলে আবার সেরার শিরোপা সূর্য-দীপা। ধারাবাহিকে  ঊর্মির সন্তান হওয়ার পর, তার চরিত্রে এসেছে বিশাল পরিবর্তন। এখন তার দিদি দীপা-ই তার চোখের মনি। অন্য দিকে সূর্য-দীপা সেজে সোনা-রূপার বিরাট চমক। তারমধ্যই প্রোমোতে দেখানো হয়েছে আসছে দীপার নতুন মা। সূর্যর আয়োজন করা পার্টিতেই সম্ভবত হবে তার আগমন। সবটা মিলিয়ে জমজমাট এই মেগা ৮.১ পেয়ে সেরার-সেরা ‘অনুরাগের ছোঁয়া’।
অন্যদিকে নিজের জায়গা ধরে রাখতে পারল না গত সপ্তাহের প্রথম স্থান অধিকারী ‘গৌরী এলো’। এবার  দ্বিতীয় স্থানে এই মেগা। তবে তারার আগমনে আগের সপ্তাহের থেকে নম্বর বাড়ল ‘গৌরী এলো’-র। এবার তার ঝুলিতে  ৭.৭। অন্যদিকে এই সপ্তাহেও ‘জগদ্ধাত্রী’ তৃতীয় স্থানে। তবে নম্বর বেড়েছে এই মেগারও ৭.৩ নম্বর পেয়েছে এই মেগা। চতুর্থ  স্থান ধরে রাখল ‘নিম ফুলের মধু’। অন্যদিকে আবার পঞ্চমে  ‘পঞ্চমী’ ।
advertisement
advertisement
সবাইকে তাক লাগিয়ে  ষষ্ঠ স্থানে ‘এক্কা দোক্কা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। অন্যদিকে মেয়েবেলা শেষের গুঞ্জনের মধ্যেই নম্বর বাড়ল ‘মেয়েবেলা’র। টিআরপি তালিকায় সেরা দশে থেকেও কেন বন্ধের মুখে এই মেগা?  রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে যাওয়াই কি তবে কারণ? এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দেন। তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। কিন্তু মেগার জন্য পরিবর্তিত স্লট জানানো হচ্ছে না দেখে সন্দেহ রয়েই গিয়েছিল।এই প্রশ্ন ভাবছে মেগার অনুরাগীদের।
advertisement
অন্যদিকে আবার সেরা দশে ‘সোহাগ জল’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।  অন্যদিকে শেষ হল ‘গোধূলি আলাপ’। শেষ  সপ্তাহে এই মেগা ঝুলিতে এনেছে  ৩.৫ নম্বর। অন্যদিকে কিছুদিনের মধ্যে শেষ হবে ‘মিঠাই’। এবার পেয়েছে  ২.৬।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয়গৌরী এলো
তৃতীয়জগদ্ধাত্রী
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমপঞ্চমী 
ষষ্ঠএক্কা দোক্কা, হরগৌরী পাইস হোটেল
সপ্তমরাঙা বউ
অষ্টমমেয়েবেলা
নবমবাংলা মিডিয়াম
দশমসোহাগ জল, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: TRP-তে সেরা দশে থেকেও বন্ধের মুখে মেয়েবেলা? কোন ধারাবাহিক এবার সেরার আসনে? দেখুন তালিকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement