Bengali Serial TRP: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!

Last Updated:

আইপিএল-এর শেষ সপ্তাহ বলে বহু মেগারই নম্বর কমেছে। আইপিএল-এর ফাইনালের ঝড়ে ধরাশায়ী বাংলা সিরিয়াল। 

কলকাতা: বাজিমাত করল গৌরী-ঈশান। ‘অনুরাগের ছোঁয়া’ কে জোর টক্কর দিল ‘গৌরী এল’র। সবাইকে পিছিনে ফেলে ৬.৯ নম্বর পেয়ে এবার সেরার সেরা এই মেগা। গৌরী-ঈশানের নতুন জীবন, সঙ্গে তাঁদের সন্তান সবটা মলিয়ে জমজমাট এই ধারাবাহিক আইপিএল-এর শেষ সপ্তাহেও গড়ল নজির। অন্যান্য মেগার নম্বর যেখানে কমেছে সেখানে নম্বর বেড়েছে এই মেগার।
অন্যদিকে দীপার উপর সূর্যের বেড়ে চলা রাগ, তাঁদের ভুলবোঝা, সঙ্গে প্রোমোতে সোনার নতুন মায়ের আগমনে বাড়ছে জটিলতা। তাই কী ‘অনুরাগের ছোঁয়া’ হারাচ্ছে দর্শকদের আগ্রহ? নাকি আইপিএল-এর শেষ সপ্তাহ বলেই কমল নম্বর? গত সপ্তাহে ছিল ৭.৫ নম্বর। এই সপ্তাহে হু হু করে কমে হয়েছে ত ৬.৭।
advertisement
advertisement
অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ও  ব্যপক নম্বর কমেছে। আগের সপ্তাহে ছিল ৭.০ আর এই সপ্তাহে ৬.৬। কিন্তু ‘নিম ফুলের মধু’র নম্বর কমলেও চতুর্থ স্থানে নিজের জায়গা ধরে রাখল। পাশাপাশি আইপিএল-এর শেষ সপ্তাহ বলে বহু মেগারই নম্বর কমেছে। আইপিএল-এর ফাইনালের ঝড়ে ধরাশায়ী বাংলা সিরিয়াল।
advertisement
এবারও পঞ্চমে ‘রাঙা বউ’, ষষ্ঠ বাংলা মিডিয়াম অন্যদিকে সপ্তম থেকে অষ্টমে নেমে এল ‘এক্কা দোক্কা’, অন্যদিএকে সপ্তাহে সাত দিন হবার শর্তেও নম্বর কমল হরগৌরী পাইস হোটেল-এর। পাশাপাশি ঋদ্ধির বিয়ের আশঙ্কায় নম্বর আবার সেরা দশে জায়গা করে নিল গাঁটছড়া। অন্যদিকে প্রবল নম্বর কমল ‘মেয়েবেলা’র। মৌয়ের ওপর দোষারোপ, থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের মেগা ছেড়ে দেওয়া সবটা মিলিয়ে দর্শক হারাচ্ছে আগ্রহ।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমগৌরী এলো
দ্বিতীয়অনুরাগের ছোঁয়া
তৃতীয়জগদ্ধাত্রী
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমরাঙা বউ
ষষ্ঠবাংলা মিডিয়াম
সপ্তমপঞ্চমী 
অষ্টমএক্কা দোক্কা
নবমহরগৌরী পাইস হোটেল
দশমমেয়েবেলা, গাঁটছড়া
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement