কলকাতা: ‘অনুরাগের ছোঁয়া’ কে জোর টক্কর দিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহের যুগ্ম টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’। কিন্তু দুটি মেগারই কমেছে নম্বর। ‘অনুরাগের ছোঁয়া’র গত সপ্তাহে ৮.২ নম্বর এই সপ্তাহে কমে হয়েছে ৭.৮। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ও খুব সামান্য নম্বর কমেছে। আগের সপ্তাহে ছিল ৭.৯ আর এই সপ্তাহে ৭.৮ । পাশাপাশি অনেক মেগারই নম্বর কমেছে, KKR-ঝড়ে ধরাশায়ী বাংলা সিরিয়াল।
‘অনুরাগের ছোঁয়া’য় রূপা জেনে গিয়েছে তার বাবার পরিচয়। তার মধ্যেই সোনার পরামর্শে সোনা-রূপা তাদের বাবা-মায়ের আবার বিয়ে দেবার পরিকল্পনা করছে। তার আভাস নতুন প্রোমোতেই ইতিমধ্যেই দেখা গিয়েছে। তাদের এই পরিকল্পনা কি সফল হবে? আবার কি এক হবে সূর্য-দীপা? নাকি মিশকা-ঊর্মির ষড়যন্ত্রে নতুন করে তৈরি হবে জটিলতা? সবটা নিয়ে দর্শকদের নানা চমক দিতে চাইলেও সূর্য-দীপার এই অন্তহীন ভুলবোঝা-বুঝির জন্যই কী দর্শকরা আগ্রহ হারাচ্ছে? এক ধাক্কায় কমেছে ০.৪ নম্বর?
আরও পড়ুন: রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে দিতেই হু হু করে কমল ‘মেয়েবেলা’র TRP! কে হল সেরা মেগা
অন্যদিকে ‘গৌরী এলো’, ‘নিম ফুলের মধু’ উঠে এল দ্বিতীয় ও তৃতীয় স্থানে। কিন্তু ০.২ নম্বর কমল ‘নিম ফুলের মধু’র। সকলকে তাক লাগিয়ে সপ্তম থেকে পঞ্চমে উঠে এল ‘এক্কা দোক্কা’। পাশাপাশি তার সঙ্গে জায়গা করে নিল ‘বাংলা মিডিয়াম’ও। পঞ্চম থেকে ষষ্ঠ নেমে গেল ‘পঞ্চমী’। ‘মেয়েবেলা’য় নেই রূপা গঙ্গোপাধ্যায়। তার ফলে আগের সপ্তাহের তুলনায় আরও কমল নম্বর। ৫.৭ থেকে এক ধাক্কায় কমে হল ৫.২।
আরও পড়ুন: TRP-তে চমক! কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ-এর বাজিমাত! দেখে নিন ‘জগদ্ধাত্রী’ কত নম্বরে
অন্যদিকে আবারও অষ্টমে উঠে এল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। সেরা দশে নেই ‘গাঁটছড়া’। অনুরাগের পর্দা ফাঁস থেকে গুগলির জায়গায় মিতুলের কনে সাজা-সহ নানা চমক দিয়েও টিআরপিতে ভাল ফল করতে পারল না ‘খেলনা বাড়ি’। আগের সপ্তাহে ৫.৪ থেকে কমে হয়েছে ৪.৮ নম্বর। অন্যদিকে ‘রামপ্রসাদ’ ও ‘মুকুট’ কোনও ভাবে জায়গা করতে পারছে না সেরা দশে। পাশাপাশি ‘রামপ্রসাদ’-এর নম্বর কমল আগের সপ্তাহের থেকে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী |
দ্বিতীয় | গৌরী এলো |
তৃতীয় | নিম ফুলের মধু |
চতুর্থ | রাঙা বউ |
পঞ্চম | বাংলা মিডিয়াম, এক্কা দোক্কা |
ষষ্ঠ | পঞ্চমী |
সপ্তম | মেয়েবেলা |
অষ্টম | কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ |
নবম | হরগৌরী পাইস হোটেল |
দশম | খেলনা বাড়ি |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Serial TRP, Bengali TV TRP, TRP