Bengali Serial TRP: TRP-তে চমক! কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ-এর বাজিমাত! দেখে নিন 'জগদ্ধাত্রী' কত নম্বরে

Last Updated:

সকলকে তাক লাগিয়ে দশম স্থান থেকে  ষষ্ঠ স্থানে উঠে এল 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। একই সঙ্গে  ষষ্ঠ স্থানে জায়গা করে নিল 'মেয়েবেলা'ও। আগের থেকে নম্বর বাড়ল এই মেগার। যদিও রূপা গঙ্গোপাধ্যায়কে আর এই ধারাবাহিকে দেখা যাবে না। 

 টিআরপি তালিকা
টিআরপি তালিকা
কলকাতা: আইপিএলের মরসুমে মেগার মাঠে ছক্কা হাঁকাচ্ছে ‘জগদ্ধাত্রী’। টিআরপি তালিকার শীর্ষে থাকা এই মেগাতেও এখন ক্রিকেটের আবহ। তরুণ ক্রিকেটারের মৃত্যুকে কেন্দ্র করে ঘনিয়ে উঠেছে রহস্য। আর সেই রহস্যের সমাধানে ‘জগদ্ধাত্রী’। সবমিলিয়ে জমজমাট এই মেগা আবার আগের সপ্তাহের থেকে ০.১ নম্বর বেশি  অর্থাৎ ৮.৩ নম্বর পেয়ে এবারেও সেরার সেরা।
অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’ রয়ে গেল দ্বিতীয় স্থানেই। এবারও ‘জগদ্ধাত্রী’কে টক্কর দিতে পারলো না এই মেগা।  দীপা-সূর্যর ভুল বোঝাবুঝি মিটছে না, জটিলতা বেড়েই চলেছে। কিন্তু তার মধ্যেও বাড়ল নম্বর।  ঝুলিতে এবার ৭.৮ নিয়ে ‘অনুরাগের ছোঁয়া’  দ্বিতীয় স্থানে।
advertisement
advertisement
‘গৌরী এলো’, ‘নিম ফুলের মধু’  ও ‘রাঙা বউ’ যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম  স্থানে তাদের জায়গা ধরে রাখল। সকলকে তাক লাগিয়ে দশম স্থান থেকে  ষষ্ঠ স্থানে উঠে এল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। একই সঙ্গে ষষ্ঠ স্থানে জায়গা করে নিল ‘মেয়েবেলা’ও। আগের থেকে নম্বর বাড়ল এই মেগার। যদিও রূপা গঙ্গোপাধ্যায়কে আর এই ধারাবাহিকে দেখা যাবে না।
advertisement
অন্যদিকে নম্বর বাড়ল ‘গাঁটছড়া’র  ‘খেলনা বাড়ি’ কে টক্কর দিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিল।  নবম নেমে এল ‘খেলনা বাড়ি’। খড়ির ফেলে যাওয়া সংসারে এসেছে নতুন প্রজন্ম। নতুনদের জীবন কোন খাতে বয় সেই গল্পের আকর্ষণেই দর্শকদের আগ্রহ বাড়ছে প্রতিদিন।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমজগদ্ধাত্রী
দ্বিতীয়অনুরাগের ছোঁয়া
তৃতীয়গৌরী এলো
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমরাঙা বউ
ষষ্ঠকমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, মেয়েবেলা
সপ্তমবাংলা মিডিয়াম
অষ্টমগাঁটছড়া, পঞ্চমী
নবম খেলনা বাড়ি, হরগৌরী পাইস হোটেল
দশমএক্কা দোক্কা, সোহাগ জল
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: TRP-তে চমক! কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ-এর বাজিমাত! দেখে নিন 'জগদ্ধাত্রী' কত নম্বরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement