কলকাতা: আইপিএলের মরসুমে মেগার মাঠে ছক্কা হাঁকাচ্ছে ‘জগদ্ধাত্রী’। টিআরপি তালিকার শীর্ষে থাকা এই মেগাতেও এখন ক্রিকেটের আবহ। তরুণ ক্রিকেটারের মৃত্যুকে কেন্দ্র করে ঘনিয়ে উঠেছে রহস্য। আর সেই রহস্যের সমাধানে ‘জগদ্ধাত্রী’। সবমিলিয়ে জমজমাট এই মেগা আবার আগের সপ্তাহের থেকে ০.১ নম্বর বেশি অর্থাৎ ৮.৩ নম্বর পেয়ে এবারেও সেরার সেরা।
অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’ রয়ে গেল দ্বিতীয় স্থানেই। এবারও ‘জগদ্ধাত্রী’কে টক্কর দিতে পারলো না এই মেগা। দীপা-সূর্যর ভুল বোঝাবুঝি মিটছে না, জটিলতা বেড়েই চলেছে। কিন্তু তার মধ্যেও বাড়ল নম্বর। ঝুলিতে এবার ৭.৮ নিয়ে ‘অনুরাগের ছোঁয়া’ দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন: শোলাঙ্কির হঠাৎ বিদায়েই কি ‘গাঁটছড়া’ আবার সেরা দশে! এবার টিআরপি তালিকায় দারুণ চমক
‘গৌরী এলো’, ‘নিম ফুলের মধু’ ও ‘রাঙা বউ’ যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে তাদের জায়গা ধরে রাখল। সকলকে তাক লাগিয়ে দশম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। একই সঙ্গে ষষ্ঠ স্থানে জায়গা করে নিল ‘মেয়েবেলা’ও। আগের থেকে নম্বর বাড়ল এই মেগার। যদিও রূপা গঙ্গোপাধ্যায়কে আর এই ধারাবাহিকে দেখা যাবে না।
আরও পড়ুন: TRP তালিকায় বিরাট অদলবদল! সূর্য-দীপা হারাল মুকুট! কে হল বেঙ্গল টপার? দেখে নিন
অন্যদিকে নম্বর বাড়ল ‘গাঁটছড়া’র ‘খেলনা বাড়ি’ কে টক্কর দিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিল। নবম নেমে এল ‘খেলনা বাড়ি’। খড়ির ফেলে যাওয়া সংসারে এসেছে নতুন প্রজন্ম। নতুনদের জীবন কোন খাতে বয় সেই গল্পের আকর্ষণেই দর্শকদের আগ্রহ বাড়ছে প্রতিদিন।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | অনুরাগের ছোঁয়া |
তৃতীয় | গৌরী এলো |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | রাঙা বউ |
ষষ্ঠ | কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, মেয়েবেলা |
সপ্তম | বাংলা মিডিয়াম |
অষ্টম | গাঁটছড়া, পঞ্চমী |
নবম | খেলনা বাড়ি, হরগৌরী পাইস হোটেল |
দশম | এক্কা দোক্কা, সোহাগ জল |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Serial TRP, Bengali TV TRP, TRP