Bengali Serial TRP: TRP তালিকায় বিরাট অদলবদল! সূর্য-দীপা হারাল মুকুট! কে হল বেঙ্গল টপার? দেখে নিন

Last Updated:

 টিআরপি তালিকায় এবার বিরাট চমক। সবাইকে পিছনে ফেলে সেরার সেরা 'জগদ্ধাত্রী'।

সূর্য-দীপা হারাল মুকুট
সূর্য-দীপা হারাল মুকুট
কলকাতা: টিআরপি তালিকায় এবার বিরাট চমক। সবাইকে পিছনে ফেলে সেরার সেরা 'জগদ্ধাত্রী'। ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে কৌশিকী মুখ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য সয়ম্ভূর বোনের বিয়ের মন্ডপে 'জগদ্ধাত্রী' হাতে বন্দুক তুলে নেয়। সেখান থেকেই সকলে জানতে পারে জগদ্ধাত্রী আসলে 'জ্যাস সান্যাল'। সবটা মিলিয়ে টানটান উত্তেজনা ভরা এই মেগা টিআরপি তালিকায় জোড় টক্কর দিল 'অনুরাগের ছোঁয়া'কে। আবার সেরার মুকুট  উঠল 'জগদ্ধাত্রী'র মাথায়।
অন্যদিকে 'অনুরাগের ছোঁয়া' এবার দ্বিতীয় স্থানে। মেগার প্রোমোতে দেখা গিয়েছিল সূর্য-দীপার ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপর মেগা তে এলো বিরাট চমক। ডিভোর্সের কথা শুনে অসুস্থ হয়ে পড়ে দীপা। মিশকার ষড়যন্ত্রে ডিভোর্সের আর্জি নিয়ে সূর্য কোর্টে গেলে বিচারক জানান ৬ মাস সূর্য-দীপাকে একসঙ্গে থাকতে হবে। তারপর যদি তাদের মনে হয় যে তারা একে অপরের সঙ্গে আর থাকতে চায় না তখনই তারা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে পারে।  সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মিটছেই না। একই খাতে বইছে গল্পের ধারা, তাই কী  দর্শকরা আগ্রহ হারাচ্ছেন এই সিরিয়ালের প্রতি? মাত্র ০.১ নম্বরে  'অনুরাগের ছোঁয়া' পিছিয়ে রইল  'জগদ্ধাত্রী'র থেকে।
advertisement
advertisement
সকলকে তাক লাগিয়ে  'গৌরী এলো'কে পিছনে ফেলে চতুর্থ থেকে তৃতীয় স্থানে এল 'নিম ফুলের মধু' । অন্যদিকে ৭.৫ নম্বর পেয়ে  তৃতীয় থেকে  চতুর্থ স্থানে নেমে এলো 'গৌরী এলো'। ৬.৪ নম্বর পেয়ে পঞ্চমী তার জায়গে ধরে রাখল। ষষ্ঠ স্থান থেকে সপ্তমে  'বাংলা মিডিয়াম'।
advertisement
আরও পড়ুন: সেরার সেরা 'জগদ্ধাত্রী'! সূর্য-দীপার ম্যাজিক কি তবে শেষ? দেখে নিন মেগা-যুদ্ধে সেরা দশে কারা..
'মেয়েবেলা'য় কাছাকাছি আসছে মৌ-ডোডো। বদলে যাচ্ছে তাদের সম্পর্কের সমীকরণ, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় 'ডোডো'র জনপ্রিয়তার শর্তেও সপ্তম থেকে নবম স্থানে নেমে গেল 'মেয়েবেলা'। অন্যদিকে গুগলি বড় হবার পর থেকে তার সঙ্গে মিতুলের সম্পর্ক অনেকটা বদলে গিয়েছে, নানা চমক দিয়েও গুগলি-মিতুলের আগের সেই সুন্দর রসায়নের বিকল্প দর্শক দেখতে পাচ্ছেন না মেগাতে। ফলে খেলনা বাড়ি হারাচ্ছে তার জনপ্রিয়তা।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম জগদ্ধাত্রী
দ্বিতীয়অনুরাগের ছোঁয়া
তৃতীয়নিম ফুলের মধু
চতুর্থগৌরী এলো
পঞ্চমপঞ্চমী
ষষ্ঠরাঙা বউ
সপ্তম বাংলা মিডিয়াম
অষ্টমখেলনা বাড়ি
নবমমেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল
দশমএক্কাদোক্কা
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: TRP তালিকায় বিরাট অদলবদল! সূর্য-দীপা হারাল মুকুট! কে হল বেঙ্গল টপার? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement