Bengali Serial TRP: IPL ঝড়ে বোল্ডআউট একাধিক মেগা! ধরাশায়ী 'বালিঝড়', লীনার সিরিয়াল কি বন্ধের মুখে

Last Updated:

Bengali Serial TRP: IPL-এর প্রভাব মেগাতেও। IPL শুরু হতেই হুড়মুড়িয়ে কমছে মেগার নম্বর। তৃণা-কৌশিক জুটি ম্যাজিক কমছে। আগের সপ্তাহের থেকে এই সপ্তাতে আরও নম্বর কমল 'বালিঝড়'-এর।

বালিঝড়
বালিঝড়
কলকাতা: IPL-এর প্রভাব মেগাতেও। IPL শুরু হতেই হুড়মুড়িয়ে কমছে মেগার নম্বর। তৃণা-কৌশিক জুটি ম্যাজিক কমছে। আগের সপ্তাহের থেকে এই সপ্তাতে আরও নম্বর কমল 'বালিঝড়'-এর।
আবারও সবাইকে পিছনে ফেলে ৮.১ পেয়ে বেঙ্গল টপার 'অনুরাগে ছোঁয়া'। মিশকার ষড়যন্ত্র ব্যর্থ করে দীপা আবার সেনগুপ্ত বাড়িতে নিজের হারানো জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে নতুন প্রোমোতে দেখানো হয়েছে সূর্য দীপার কাছ থেকে ডিভোর্স চাইছে। তবে কি সূর্য-দীপার বিচ্ছেদ হয়ে যাবে নাকি মিশকার ষড়যন্ত্রকে ব্যর্থ করে আবারও তারা এক হবে? সবটা মিলিয়ে টানটান উত্তেজনায় ভরা এই ধারাবাহিক আবার টিআরপি তালিকায় সেরার খেতাব জিতে নিয়েছে। অন্যদিকে 'অনুরাগের ছোঁয়া'র থেকে মাত্র ০.১ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। এবার তার ঝুলিতে ৮.০ নম্বর।
advertisement
advertisement
অন্যদিকে 'নিম ফুলের মধু'র নম্বর কমল। পর্ণা বর্ষার বিয়েতে অমিতের জালিয়াতি ফাঁস করেও 'নিম ফুলের মধু' হারালো তার জায়গায়। আগের সপ্তাহের ৭.২ নম্বর থেকে কমে এই সপ্তাহে ৭.১ পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল এই ধারাবাহিক। আগের সপ্তাহের মতো এই সপ্তাতেও ৭.২ নম্বর পেয়েও গৌরী এলো নেমে এলো তৃতীয় স্থানে।
advertisement
আগের থেকে নম্বর বাড়লো পঞ্চমীর। ৬.৫ নম্বর পেয়ে পঞ্চমী রইল পঞ্চমেই। অন্যদিকে ৬.৩ নম্বর পেয়ে রাঙা বউ ও বাংলা মিডিয়াম যুগ্ম ভাবে রইল ষষ্ঠ স্থানে।অন্যদিকে মিতুলের নতুন লড়াই, গুগলির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি ধারাবাহিকে নতুন প্রোমো তে বেল্ট-কাকিমার চমক দিয়েও সেরা পাঁচে জায়গা করতে পারলো না খেলনা বাড়ি। তৃতীয় স্থান থেকে নেমে এলো অষ্টম স্থানে
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয় জগদ্ধাত্রী
তৃতীয়গৌরী এলো
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমপঞ্চমী
ষষ্ঠরাঙা বউ,  বাংলা মিডিয়াম
সপ্তমমেয়েবেলা
অষ্টমখেলনা বাড়ি
নবমএক্কাদোক্কা, হরগৌরী পাইস হোটেল
দশমগাঁটছড়া
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: IPL ঝড়ে বোল্ডআউট একাধিক মেগা! ধরাশায়ী 'বালিঝড়', লীনার সিরিয়াল কি বন্ধের মুখে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement