কলকাতা: গায়ক অনুরাগ হালদার এর কন্ঠে মুক্তি পেল নতুন হিন্দি গান। গানটির নাম ‘তেরে নাল’। পুরোপুরি ভিন্ন ধরনের এই রোম্যান্টিক গানে অভিনয় করেছেন অভিনেত্রী ঐশ্বর্য সেন ও ঋদ্ধিশ চৌধুরী। যেটি একটি প্রেমের গান। বহুদিন পর গায়ক অনুরাগ হালদার এর কন্ঠে এমন রোম্যান্টিক গান উপহার পেল দর্শকরা। গানটিতে সুর ও কন্ঠ গিয়েছেন অনুরাগ হালদার। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন সৌরদীপ্ত চৌধুরী ও শুভম সেন। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা নর্থ বেঙ্গলের অপরুপ পরিবেশে।
অভিনেত্রী ঐশ্বর্য সেন জানান, ‘এটি পুরোপুরি একটি রোম্যান্টিক গান। বহুদিন পর এমন একটি গানে অভিনয় করলাম। গায়ক অনুরাগ হালদারের সাথে কাজ করার দারুণ অভিজ্ঞতা হল। দারুণ সুন্দর একটি গান গেয়েছেন গায়ক অনুরাগ হালদার। খুব ভাল ভাবে গানটি গেয়েছেন অনুরাগ হালদার।আমাদের হিরো ঋদ্ধিশ চৌধুরী ও খুব ভাল। আশা করছি দর্শকদের গানটা খুব ভাল লাগবে। ‘
আরও পড়ুন- নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
আরও পড়ুন-ডিপ কাট নেকে উন্মুক্ত বিভাজিকা! হাই থাই স্লিট গাউনে উত্তাপ বাড়ালেন শ্রিয়া, রইল মারকাটারি ছবি
‘তেরে নাল ‘-এর পাশাপাশি আরও কয়েকটি প্রজেক্ট আসতে চলেছে গায়ক অনুরাগ হালদার এর কন্ঠে। মুক্তির পথে অপেক্ষা করছে তার নতুন হিন্দি গান ‘জামানা’। গানটিতে সুর ও কথা দিয়েছেন শিল্পী অনুরাগ হালদার। আগামী মাসে কলকাতা শহরের বাইরে শ্যুটিং হয়েছে ‘জামানা’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।