Shriya Saran: ডিপ কাট নেকে উন্মুক্ত বিভাজিকা! হাই থাই স্লিট গাউনে উত্তাপ বাড়ালেন শ্রিয়া, রইল মারকাটারি ছবি

Last Updated:
Shriya Saran: শ্রিয়া সরণ তার আসন্ন ছবি মিউজিক স্কুল প্রচারের জন্য হাজির হয়েছিলেন৷ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রিয়া৷ ছবিতে অভিনেত্রীকে সবুদ রঙের লো নেক গাউন পরে দেখা গিয়েছে৷
1/5
দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। বলিউডে বেশ কয়েকটি ছবি করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অজয় দেবগণের বিপরীতে 'দৃশ্যম' ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন শ্রিয়া।
দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। বলিউডে বেশ কয়েকটি ছবি করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অজয় দেবগণের বিপরীতে 'দৃশ্যম' ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন শ্রিয়া।
advertisement
2/5
সম্প্রতি শ্রিয়া সরণ তার আসন্ন ছবি 'মিউজিক স্কুল' প্রচারের জন্য হাজির হয়েছিলেন৷ সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রিয়া৷ ছবিতে অভিনেত্রীকে সবুদ রঙের লো নেক গাউন পরে দেখা গিয়েছে৷
সম্প্রতি শ্রিয়া সরণ তার আসন্ন ছবি 'মিউজিক স্কুল' প্রচারের জন্য হাজির হয়েছিলেন৷ সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রিয়া৷ ছবিতে অভিনেত্রীকে সবুদ রঙের লো নেক গাউন পরে দেখা গিয়েছে৷
advertisement
3/5
 ডিপ কাট নেক হাই থাই স্লিট গাউনে অভিনেত্রীকে দেখতে গর্জিয়াস লেগেছে৷ পোস্টের ক্যাপশনে লেখা, 'এই সুন্দর ছবির জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর রামু৷ ক্যামেরার সামনে থাকতে ভালবাসি কারন আপনি এর পেছনে থাকেন৷ আপনাকে অনেক ধন্যবাদ'৷
ডিপ কাট নেক হাই থাই স্লিট গাউনে অভিনেত্রীকে দেখতে গর্জিয়াস লেগেছে৷ পোস্টের ক্যাপশনে লেখা, 'এই সুন্দর ছবির জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর রামু৷ ক্যামেরার সামনে থাকতে ভালবাসি কারন আপনি এর পেছনে থাকেন৷ আপনাকে অনেক ধন্যবাদ'৷
advertisement
4/5
'মিউজিক্যাল স্কুল' ছবিটি চলতি বছরের ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রকাশ রাজ এবং শারমন জোশী। এবং চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন কিরণ দেওহানস।
'মিউজিক্যাল স্কুল' ছবিটি চলতি বছরের ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রকাশ রাজ এবং শারমন জোশী। এবং চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন কিরণ দেওহানস।
advertisement
5/5
বোল্ড অ্যান্ড সেক্সি লুকে শ্রিয়াকে দেখে কাঁপছে সাইবারবাসী। প্রতিটি ছবিতেই মোহময়ী শ্রিয়া। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ শ্রিয়া। নিজের ব্যক্তিগত জীবন হোক বা চলচ্চিত্র জীবন সবকিছুই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন শ্রিয়া।
বোল্ড অ্যান্ড সেক্সি লুকে শ্রিয়াকে দেখে কাঁপছে সাইবারবাসী। প্রতিটি ছবিতেই মোহময়ী শ্রিয়া। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ শ্রিয়া। নিজের ব্যক্তিগত জীবন হোক বা চলচ্চিত্র জীবন সবকিছুই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন শ্রিয়া।
advertisement
advertisement
advertisement