Rabindra Jayanti: নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
- Published by:Riya Das
- Written by:Manash Basak
Last Updated:
Rabindra Jayanti: দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন৷ ভারতীয় বঙ্গীয় পরিষদ এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী ।
দুবাই: দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন৷ ভারতীয় বঙ্গীয় পরিষদ এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী । বঙ্গীয় পরিষদ এর সভাপতি শ্রী মধুসূদন দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে পরিষদ এর কালচারাল কমিটি উপহার দিল এক সুন্দর সন্ধ্যা ৬মে-তে। অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথমে প্রদীপ নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হল। তারপর প্রথম পর্যায়ে ছিল চলচ্চিত্রে রবিঠাকুরের গান এর ব্যবহার নিয়ে তৈরি গীতি-আলেখ্য ‘গানের ওপারে’।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট রচনা করেছিলেন এষা সেনগুপ্ত । পরিচালনা করেন দুবাই এর খ্যাতনামা সংগীতশিল্পী সোমদত্তা বসু ।
দ্বিতীয় পর্যায়ে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘ ভরা থাক স্মৃতি শুধায়ে’ চিত্রাঙ্গদা, শ্যামা,চণ্ডালিকার এই তিন কন্যার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন ,বিরহ ,চাওয়া-পাওয়া নিয়ে তৈরি এই নৃত্য গীতি আলেখ্য।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট এষা সেনগুপ্ত এর। পরিচালনা করেন সনামধন্য নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্য শিষ্যা সোমদত্তা মুখার্জী ।
advertisement
advertisement
আরও পড়ুন- ডিপ কাট নেকে উন্মুক্ত বিভাজিকা! হাই থাই স্লিট গাউনে উত্তাপ বাড়ালেন শ্রিয়া, রইল মারকাটারি ছবি
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ‘ দেনা পাওনা ‘ নাটক দিয়ে ।এই নাটকের চিত্রনাট্য লিখেছিলেন চৈতালি তিওয়ারি এবং নাটকটি পরিচালনা করেন শ্রী সুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারের ‘Azadi ka Amrit Mahotsav’-এর অন্তর্ভুক্ত । সংস্থার পক্ষ থেকে এষা সেনগুপ্ত জানান,’আমাদের জোরকদমে মহড়া চলার পর অনুষ্ঠিত হল এক মনোগ্রাহী অনুষ্ঠান। আশা রাখি সবার আমাদের পরিবেশনা ভাল লেগেছে। রবীন্দ্রনাথ বিশ্বের কবি অনুষ্ঠান চলাকালীন সেটাই বারে,বারে মনে হচ্ছিল।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 12:21 PM IST