Rabindra Jayanti: নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

Last Updated:

Rabindra Jayanti: দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন৷ ভারতীয় বঙ্গীয় পরিষদ এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী ।

 নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
দুবাই: দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন৷ ভারতীয় বঙ্গীয় পরিষদ এবং দ্য কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী । বঙ্গীয় পরিষদ এর সভাপতি শ্রী মধুসূদন দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে পরিষদ এর কালচারাল কমিটি উপহার দিল এক সুন্দর সন্ধ্যা ৬মে-তে। অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথমে প্রদীপ নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হল। তারপর প্রথম পর্যায়ে ছিল চলচ্চিত্রে রবিঠাকুরের গান এর ব্যবহার নিয়ে তৈরি গীতি-আলেখ্য ‘গানের ওপারে’।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট রচনা করেছিলেন এষা সেনগুপ্ত । পরিচালনা করেন দুবাই এর খ্যাতনামা সংগীতশিল্পী সোমদত্তা বসু ।
দ্বিতীয় পর্যায়ে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘ ভরা থাক স্মৃতি শুধায়ে’ চিত্রাঙ্গদা, শ্যামা,চণ্ডালিকার  এই তিন কন্যার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন ,বিরহ ,চাওয়া-পাওয়া নিয়ে তৈরি এই নৃত্য গীতি আলেখ্য।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট এষা সেনগুপ্ত এর। পরিচালনা করেন সনামধন্য নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্য শিষ্যা  সোমদত্তা মুখার্জী ।
advertisement
advertisement
অনুষ্ঠানের সমাপ্তি  ঘটে ‘ দেনা পাওনা ‘ নাটক দিয়ে ।এই নাটকের চিত্রনাট্য লিখেছিলেন চৈতালি তিওয়ারি এবং নাটকটি পরিচালনা করেন শ্রী সুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারের ‘Azadi ka Amrit Mahotsav’-এর অন্তর্ভুক্ত । সংস্থার পক্ষ থেকে এষা সেনগুপ্ত জানান,’আমাদের জোরকদমে মহড়া চলার পর অনুষ্ঠিত হল এক মনোগ্রাহী অনুষ্ঠান। আশা রাখি সবার আমাদের পরিবেশনা ভাল লেগেছে। রবীন্দ্রনাথ বিশ্বের কবি অনুষ্ঠান চলাকালীন সেটাই বারে,বারে মনে হচ্ছিল।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rabindra Jayanti: নাচে-গানে আড্ডায় জমজমাট, দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement