Bollywood News:আলিয়া-ক্যাটরিনা নয়, ফের এই প্রাক্তন প্রেমিকার কাছাকাছি আসছেন রণবীর, বলুন তো কে তিনি?

Last Updated:
Bollywood News: বানি ও নয়না জুটি ফের আসছেন পর্দাকাঁপাতে৷ 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র সিক্যুয়েল নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷
1/6
একসময়ে একাধিক প্রেম এসেছিল বলি অভিনেত্রী দীপিকার জীবনে৷ বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। যদি বর্তমানে দুজনেই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত৷
একসময়ে একাধিক প্রেম এসেছিল বলি অভিনেত্রী দীপিকার জীবনে৷ বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। যদি বর্তমানে দুজনেই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত৷
advertisement
2/6
অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সর্বদাই তাদের সম্পর্ক শিরোনামে উঠে এসেছে৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ফের একসঙ্গে জুটি বাঁধছেন দীপিকা ও রণবীর৷ সম্প্রতি এক সাক্ষাৎকার থেকেই এমন জল্পনা শুরু হয়েছে৷
অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সর্বদাই তাদের সম্পর্ক শিরোনামে উঠে এসেছে৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ফের একসঙ্গে জুটি বাঁধছেন দীপিকা ও রণবীর৷ সম্প্রতি এক সাক্ষাৎকার থেকেই এমন জল্পনা শুরু হয়েছে৷
advertisement
3/6
বানি ও নয়না জুটি ফের আসছেন পর্দাকাঁপাতে৷ 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র সিক্যুয়েল নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷ ২০১৩ সালে অন্যতম ব্লকব্লাস্টার ছবি ছিল এটি৷ ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে৷
বানি ও নয়না জুটি ফের আসছেন পর্দাকাঁপাতে৷ 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র সিক্যুয়েল নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷ ২০১৩ সালে অন্যতম ব্লকব্লাস্টার ছবি ছিল এটি৷ ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে৷
advertisement
4/6
মাঝে এতগুলো বছর পেরিয়ে গেলেও রণবীর ও দীপিকার ক্রেজ এখনও তুঙ্গে৷ সম্প্রতি রণবীরের এক সাক্ষাৎকার থেকেই জল্পনা শুরু হয়েছে৷ সেখানেই দীপিকার সঙ্গে জুটি বাঁধার জল্পনা আরও উস্কে দিলেন অভিনেতা৷
মাঝে এতগুলো বছর পেরিয়ে গেলেও রণবীর ও দীপিকার ক্রেজ এখনও তুঙ্গে৷ সম্প্রতি রণবীরের এক সাক্ষাৎকার থেকেই জল্পনা শুরু হয়েছে৷ সেখানেই দীপিকার সঙ্গে জুটি বাঁধার জল্পনা আরও উস্কে দিলেন অভিনেতা৷
advertisement
5/6
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সুপারহিট ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবি নিয়ে রণবীর বলেন, এই ছবির সিক্যুয়েলের জন্য অয়নের কাছে বেশ ভাল চিত্রনাট্য আছে৷ যদি এই ছবির সিক্যুয়েল তৈরি হয়, তাহলে আরও ১০ বছর এগিয়ে যাবে৷
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সুপারহিট ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবি নিয়ে রণবীর বলেন, এই ছবির সিক্যুয়েলের জন্য অয়নের কাছে বেশ ভাল চিত্রনাট্য আছে৷ যদি এই ছবির সিক্যুয়েল তৈরি হয়, তাহলে আরও ১০ বছর এগিয়ে যাবে৷
advertisement
6/6
 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে বানি, নয়না , অভি, অদিতির জীবন আরও অনেকটাই এগিয়ে যাবে৷ ১০ বছর পর তারা কী করছে সেটাই দেখানো হবে৷ সিক্যুয়েলে পুরোনো চরিত্রগুলোই কামব্যাক করবে কি না, তা নিয়েই কিছু আভাস মেলেনি৷ তবে রণবীর ও দীপিকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে বানি, নয়না , অভি, অদিতির জীবন আরও অনেকটাই এগিয়ে যাবে৷ ১০ বছর পর তারা কী করছে সেটাই দেখানো হবে৷ সিক্যুয়েলে পুরোনো চরিত্রগুলোই কামব্যাক করবে কি না, তা নিয়েই কিছু আভাস মেলেনি৷ তবে রণবীর ও দীপিকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
advertisement
advertisement