মেয়ের ঠোঁটে চুমু কেন! আরাধ্যার সঙ্গে ছবি দিয়ে নেটিজেনদের রোষের মুখে ঐশ্বর্য

Last Updated:

মেয়ের সঙ্গে তোলা একটি ছবি নিয়েও যে বিতর্ক হতে পারে, তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি ঐশ্বর্য। কিন্তু হল তেমনই!

বলা হয়, ভালবাসা ভাষায় ব্যক্ত করা যায় না। তবু চেষ্টা করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মেয়ে আরাধ্যার সঙ্গে লেন্সবন্দি মিষ্টি এক মুহূর্তকে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তারই সঙ্গে লিখেছেন মনের কথা। দেখা যাচ্ছে, পরম স্নেহে কন্যার ঠোঁটে চুমু আঁকছেন মা। ছবি দিয়ে মেয়ের উদ্দেশে একদা বিশ্বসুন্দরী লিখেছেন, 'আমার ভালবাসা... আমার জীবন... তোমায় খুব ভালবাসি আরাধ্যা।'
মেয়ের সঙ্গে তোলা একটি ছবি নিয়েও যে বিতর্ক হতে পারে, তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি ঐশ্বর্য। কিন্তু হল তেমনই! অভিনেত্রীর এই পোস্টকে ঘিরে প্রবল আপত্তি জানায় নেটিজেনদের একাংশ। অভিযোগ ওঠে, ভারতীয় সংস্কৃতির অপমান করেছেন তিনি।
advertisement
advertisement
জনৈক নেটিজেন লিখেছেন, 'এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। আমরা প্রত্যেকেই নিজেদের সন্তানদের খুব ভালবাসি। কিন্তু আপনি যেটা করছেন, সেটা বাড়াবাড়ি'। অন্য জনের বক্তব্য, 'আমাদের ভারতীয় সংস্কৃতিতে এসবের স্থান নেই। লজ্জাজনক!' আবার অভিনেত্রীকে পরামর্শ দিয়ে একজন লিখেছেন, 'প্রচুর মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন আপনি। আপনার এ ধরনের কাজকর্ম তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।'
advertisement
ঐশ্বর্যর পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীকে এ ধরনের নেতিবাচকতা এড়িয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন তাঁরা।
advertisement
ঐশ্বর্যকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল মনি রত্নমের 'পন্নিয়িন সেলভান'-এ। বক্স অফিসে সফল ছবিটি। দর্শকমহলে প্রশংসিত ঐশ্বর্যও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের ঠোঁটে চুমু কেন! আরাধ্যার সঙ্গে ছবি দিয়ে নেটিজেনদের রোষের মুখে ঐশ্বর্য
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement