ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral

Last Updated:

Salaam Venky trailer : সন্তানের রক্ষায় মা কাজলের লড়াই সৃষ্টি করল নতুন উদাহরণ...

#মুম্বই: কাজলের আগামী ছবি 'সালাম ভেঙ্কি'-এর ট্রেলার লঞ্চ হল সোমবার দুপুরে। সিনেমায় অভিনয় করেছেন বিশাল জেথওয়া, রাহুল বোস, রাজীব খন্ডেলওয়াল, অহনা কুমার এবং প্রকাশ রাজ। কিন্তু ভক্তরা আনন্দে আত্মহারা হয়েছেন অন্য় আরেকটি কারণে। ছবিতে ক্য়ামিওতে অভিনয়ে রয়েছেন আমির খান।
ট্রেলার শুরু হয় সুজাতা (কাজলের চরিত্র) এবং তাঁর ছেলে ভেঙ্কি (বিশাল জেথওয়া)-এর সঙ্গে। সুজাতা বিশ্বাস করেন যে জীবন বড় হওয়া উচিৎ, লম্বা নয়। আনন্দ সিনেমার সংলাপ "জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি না"।
advertisement
advertisement
মনতাজে অদ্ভুত সুন্দর মা-ছেলের কিছু মুহূর্ত দেখানো হয়েছে। ভেঙ্কির জীবনের শেষ ইচ্ছা জিজ্ঞেস করেন মা, সেই ইচ্ছে অনুসারেই পরের পথ চলা। মধ্য়ের কার্ড দেখানোর পর কাজল পিছনে ঘুরে কারুর দিকে তাকালেন, ক্য়ামেরা প্য়ান করে ঘোরার পর দেখা যায় আমির খানকে।
advertisement
ভক্তরা সোশ্য়াল মিডিয়ায় একের পর এক কমেন্টের ঝড় তুলে দিয়েছেন। একজন লিখেছেন, "হৃদয় ছুঁয়ে গেল সিনেমার ট্রেলার, অধীর আগ্রহে বসে রয়েছি সিনেমার জন্য়।" অন্য় একজন কমেন্টে জানিয়েছেন, "বাহ! আমির খান আর কাজল এক সিনেমায় আসছেন, কি আশ্চর্য!"
advertisement
সুজাতার চরিত্র নিয়ে কাজল জানান, "আমি মনে করি এই যাত্রা ভীষণ সুন্দর এবং এটি সবার সঙ্গে শেয়ারযোগ্য। রেবতী এই গল্পের জন্য আমাকে বেছেছেন, আমাকে সুজাতার চরিত্রে অভিনয় করার এবং তাঁর শক্তি প্রদর্শন করার জন্য আরও শক্তি দেয়।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement