প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া

Last Updated:

Sunil Shende Death : সুনীল শিন্ডে আজ (১৪ নভেম্বর) মুম্বইতে তাঁর বাড়িতেই প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭৫

#মুম্বই: প্রবীণ মারাঠি অভিনেতা সুনীল শিন্ডে আজ (১৪ নভেম্বর) মুম্বইতে তাঁর বাড়িতেই প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭৫। তাঁর স্ত্রী জ্যোতি এবং দুই ছেলে ওমকার এবং ঋষিকেশ ছিলেন তাঁর শেষ সময়ে। দুপুর ১টায় মুম্বইয়ের পারসিওয়াদা হিন্দু শ্মশানে সুনীলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
advertisement
advertisement
ট্য়ুইটার ব্য়বহারকারী পবন ঝাঁ অভিনেতার ছবির সঙ্গে খবরটি প্রকাশ করেছেন। তিনি বলেন, "প্রখ্যাত হিন্দি ও মারাঠি চরিত্র অভিনেতা সুনীল শেন্ডে প্রয়াত হয়েছেন। #RIP তিনি গান্ধী ৮২-এ একটি ক্ষুদ্র ভূমিকা দিয়ে শুরু করেছিলেন। ৮০ এবং ৯০-এর দশকের হিন্দি সিনেমায় কিছু ছোট এবং কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি @iamsrk (শাহরুখ)-এর বাবার ভূমিকায় অভিনয় করেছেন, সার্কাসের মালিক @সুকন্যা ভার্মা।"
advertisement
প্রসঙ্গত, ৮০ এবং ৯০-এর দশকের হিন্দি সিনেমায় বেশ পরিচিত মুখ। মারাঠি সিনেমা বাস্তব, সারফারোশ, গান্ধী, আই, জোরিদার, নিদান, জামলা হো জামলা ইত্য়াদি ছবিতে একের পর এক অভিনয় করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement