UPPCS 2023: ছ’বছর ধরে চাকরির পাশে পড়াশোনা করে পিসিএস পরীক্ষায় প্রথম! উৎকর্ষের গল্প শুনলে অবাক হবেন
- Published by:Teesta Barman
- Written by:Trending Desk
Last Updated:
UPPCS 2023: চাকরি পাওয়ার পরেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন। নিয়েছেন সিভিল সার্ভিসের সব রকম প্রস্তুতি। ছ’বছর চাকরি করার পর ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
প্রয়াগরাজ: দৃঢ় মানসিকতা, আত্মবিশ্বাস থাকলে আর লক্ষ্য স্থির হলে যে কোনও সাফল্য পাওয়া সম্ভব হতে পারে। ধৈর্য ধরে করা যে কোনও ইতিবাচক কাজই মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে। সে কথাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন, উত্তরপ্রদেশের যুবক উৎকর্ষ।
নিজের চাকরি সামলেও পড়াশোনা করে গিয়েছেন প্রয়াগরাজের ওই যুবক। আর তার ফলও পেয়েছেন হাতেনাতে। ২০২২ সালের UPPCS পরীক্ষায় উৎকর্ষ PCS-এ প্রথম স্থান অর্জন করেছেন।
আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা নয়? ‘ব্যক্তিগত ভাবে মূল্যায়ণ ব্যবস্থার পক্ষে’, বললেন গৌতম
advertisement
উৎকর্ষের বাবা এলাহাবাদ হাই কোর্টের জয়েন্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তাঁর মা শোভাদেবীর একটাই স্বপ্ন ছিল তাঁর সন্তান যেন লেখাপড়া করে বড় অফিসার হতে পারে। মা-বাবার স্বপ্ন পূরণ করেছেন উৎকর্ষ। উৎকর্ষের ছোট ভাই হর্ষও নিজের জীবনে প্রতিষ্ঠিত। তিনি এলাহাবাদ হাই কোর্টে আইনজীবী।
advertisement
পিসিএস পরীক্ষায় পাশ করার আগে ৬ বছর পরিদর্শকের চাকরি করেছেন উৎকর্ষ। ২০১৪ সালে, উৎকর্ষ রেলওয়ে নিরাপত্তা পরিদর্শক পদের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেবারও ভাল ফল হয়েছিল তাঁর। কিন্তু সেখানেই থেমে যাওয়ার কথা ভাবেননি তিনি। চাকরি পেয়েও নিজের লক্ষ্যে স্থির ছিলেন। উৎকর্ষ।
advertisement
চাকরি পাওয়ার পরেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন। নিয়েছেন সিভিল সার্ভিসের সব রকম প্রস্তুতি। ছ’বছর চাকরি করার পর ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তখন শুরু হয় আরও জোরদার পড়াশোনা, সিভিল সার্ভিসের প্রস্তুতি। রাষ্ট্রীয় সম্পত্তিতে ম্যানেজার হিসেবে পিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বপ্ন পূরণ করেছেন তিনি। উৎকর্ষ বলেন, ‘এটি আমার সাফল্যের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি এখনও।’ উৎকর্ষর আগামী লক্ষ্য আইএএস।
advertisement
নিজের সাফল্যে উৎকর্ষ উচ্ছ্বসিত। তবে থেমে যাওয়ার সময় নেই তাঁর কাছে। তিনি জানান, নিরন্তর পরিশ্রম ও বড়দের আশীর্বাদে তিনি এই সব পেয়েছেন। শৈশবেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁকে এই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে তিনি উচ্চ পদের জন্য আরও জোরদার প্রস্তুতি নেবেন। আর সেই লক্ষ্যে তাঁকে এগিয়ে দেবেন বাবা-মা।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 9:53 PM IST