Madhya Pradesh miracle girl: বয়স ১৫, মাধ্যমিক দেওয়ার বয়সে বিএ ফাইনাল পরীক্ষায় বসছে মধ্যপ্রদেশের বিস্ময় কন্যা!

Last Updated:

মাত্র ১৩ বছর বয়সেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পাস করেছিল তানিষ্কা সুজিত৷

তানিষ্কা সুজিত৷
তানিষ্কা সুজিত৷
ভোপাল: বয়স মাত্র ১৫৷ সাধারণত এই বয়সে মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে পড়ুয়ারা৷ কিন্তু মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা ১৫ বছরের তানিষ্কা সুজিত এবার বিএ ফাইনাল পরীক্ষায় বসছে! অর্থাৎ ১৫ বছরেই স্নাতক পাঠ সম্পন্ন করার মুখে দাঁড়িয়ে সে৷
তানিষ্কার ইচ্ছে, ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করবে সে৷ ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতি হওয়াই লক্ষ্য তাঁর৷
আরও পড়ুন: 
advertisement
তানিষ্কা বরাবরই মেধাবী৷ ২০২০ সালে করোনায় নিজের বাবাকে হারায় এই কিশোরী৷ তাতেও ভেঙে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে তানিষ্কা৷ কয়েকদিন আগে ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় এই ছাত্রীর৷ তানিষ্কাকে নিজের স্বপ্নপূরণে উৎসাহও দিয়েছেন প্রধানমন্ত্রী৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, তানিষ্কা ইন্দৌরের দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী৷ এবার সাইকোলজি নিয়ে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে চলেছে সে৷ আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল পরীক্ষা চলবে তার৷
advertisement
মাত্র ১৩ বছর বয়সেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পাস করেছিল তানিষ্কা সুজিত৷ দশম শ্রেণিতেও তার ফল ছিল নজরকাড়া৷ দেবি আহলিয়া বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সাইন্স বিভাগের প্রধান রেখা আচার্য জানিয়েছেন, প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল করায় ১৩ বছর বয়সেই সাইকোলজি নিয়ে বিএ পড়ার জন্য তানিষ্কাকে ভর্তি নেওয়া হয়ছিল৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhya Pradesh miracle girl: বয়স ১৫, মাধ্যমিক দেওয়ার বয়সে বিএ ফাইনাল পরীক্ষায় বসছে মধ্যপ্রদেশের বিস্ময় কন্যা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement