নয়াদিল্লি: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত আর পরীক্ষায় বসতে হবে না স্কুলের পড়ুয়াদের৷ জাতীয় পাঠক্রম কমিটির পক্ষ থেকে এই সুপারিশ করা হয়েছে৷ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ-এর পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ ৬২৮ পাতার যে খসড়া প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাতে এই প্রস্তাব করেছে জাতীয় পাঠক্রম কমিটি৷ ফলে বলাই চলে, প্রাথমিক স্তরে নতুন পদ্ধতির পাঠক্রম আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার৷
শিক্ষা বিষয়ক নীতির একাধিক পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার৷ ন্যাশনাল এডুকেশন পলিসি বা নতুন জাতীয় শিক্ষানীতির আওতায় এ বার শিক্ষা ব্যবস্থায় নানারকম পরিবর্তন করা হয়েছে৷ তার মধ্যেই এই পরিবর্তনও রয়েছে৷
আরও পড়ুন : বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে
খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, ‘পড়ুয়াদের উপর যাতে চাপ না পড়ে, পাঠক্রম ও পরীক্ষা পদ্ধতি তেমনই হওয়া উচিত৷ ২০২২ সালে জাতীয় ও রাজ্যের বিভিন্ন স্তরে যে শিক্ষা বিষয়ক সমীক্ষা হয়েছিল, সেটির ফল পর্যলোচনা করেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷
এই বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, ‘‘রাজ্য সরকারের পক্ষ থেকে যেহেতু এই বিষয় নিয়ে কোনও অবস্থান বলা হয়নি তাই এই বিষয় নিয়ে আমার কোনও প্রতিক্রিয়া নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন ব্যবস্থায় বিশ্বাসী।’’ অর্থাৎ, মূল্যায়ন ব্যাবস্থার পক্ষেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।