Kona Expressway: বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Sourav Tewari
Last Updated:
Kona Expressway : এবার কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হবে ৬ লেন
কলকাতা: কোনা এক্সপ্রেসওয়ে ব্যস্ততম একটি জাতীয় সড়ক। ইতিমধ্যেই এই জাতীয় সড়কে ৪ লেন রয়েছে,কিন্তু জাতীয় সড়কে গাড়ির সংখ্যা বাড়ায় দীর্ঘ কয়েক বছর ধরে যানজটের পরিস্থিতি হয়ে ওঠে। এই কোনা এক্সপ্রেসওয়ে থেকে দিল্লি রোড এবং বোম্বে রোড-এর সংযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে।
এবার কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হবে ৬ লেন। সূত্রের খবর ৭.২ কিলোমিটার জাতীয় সড়কে ৬ লেন বানানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে।
এন এইচ ১১৭ অর্থাৎ কোনা এক্সপ্রেস ওয়েতে এই কাজের জন্য সময়সীমা নির্হধারণ হয়েছে আড়াই বছর অর্থাৎ ২০২৬-এর প্রথম দিকের মধ্যেই এই ৬ লেন বানানোর কাজ শেষ হবে বলেই সূত্রের খবর।
advertisement
advertisement

এই সিক্স লেন তৈরি হওয়ার পর কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের অবসান ঘটাবে। সূত্রের খবর আগামী দিনে ভারতীয় জাতীয় রাষ্ট্রমার্গ অধিকরণের (NHAI) তরফ থেকে এই জাতীয় সড়ককে দশ লেনের উচ্চগতির করিডোর করার চিন্তা ভাবনা করছে। যার ফলে কলকাতা থেকে কোনা এক্সপ্রেসওয়েমুখী যানবাহন গুলি নির্বিঘ্ন চলাচল করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
এই সিক্স লেন বানানোর চুক্তি রেল বিকাশ নিগম লিমিটেড পেয়েছে। এই জাতীয় সড়ক বিদ্যাসাগর সেতুর সঙ্গে সংযুক্ত করছে। এক আধিকারিক জানান এই সিক্স লেন তৈরি হওয়ার পর কলকাতামুখী এবং কোনা এক্সপ্রেসমুখী যানবাহনের যানজটের সমস্যা কমে যাবে। আরভিএনএল-এর এক আধিকারিক জানান এই কাজ খুব দ্রুত শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 1:40 PM IST