Education: অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া

Last Updated:

Education: বঙ্গীয় ভুগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে ফের নজির সৃষ্টি করল মালদহের অনুব্রত ঘোষ। এ বছর মাধ্যমিকেও মেধা তালিকায় স্থান পায় মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অনুব্রত।

+
মায়ের

মায়ের সঙ্গে রাজ্যে প্রথম অনুব্রত ঘোষ

মালদহ: বঙ্গীয় ভুগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে নজির সৃষ্টি করল মালদহের অনুব্রত ঘোষ। এ বছর মাধ্যমিকেও মেধা তালিকায় স্থান পেয়েছে মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অনুব্রত। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ। বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে আয়োজিত বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হলেও একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে কৃতি পড়ুয়া অনুব্রত ঘোষ।
ছোটবেলা থেকেই তার ভূগোল প্রিয় বিষয় হলেও আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে তাঁর। আগামীতে এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছে অনুব্রত। ছোটবেলা থেকেই ভূগোলে তাঁর দক্ষতা ছিল নজর কাড়া। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় প্রথম হয়েছিল অনুব্রত। তারপর সপ্তম শ্রেণিতে এই পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল। মাধ্যমিক স্তরে ভূগোল অন্বেষণ পরীক্ষায় প্রথম হয়ে তার মেধার প্রমাণ দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ঘনীভূত আশঙ্কার মেঘ! তুমুল বৃষ্টির রাজ্যের ‘এই’ জেলাগুলিতে, সতর্কতা হাওয়া অফিসের
অনুব্রত জানিয়েছে, “ভূগোল পড়তে ভাল লাগে। ভূগোলের প্রতি ভালবাসা রয়েছে। এ নিয়ে তৃতীয়বার বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় স্থান অধিকার করলাম। তবে বর্তমানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছা।”
advertisement
আরও পড়ুনঃ আপাতত স্থগিত নেক্সট পরীক্ষা ২০১৯ ব্যাচের MBBS পড়ুয়াদের! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের
মালদহ শহরের এক নম্বর গভমেন্ট কলোনির বাসিন্দা তথা ভূগোলের শিক্ষক অরবিন্দ ঘোষের একমাত্র ছেলে অনুব্রত ঘোষ। মা বিনাপানি ঘোষ গৃহবধূ। ছেলেরা এমন সাফল্যে খুশি বাবা ও মা। অনুব্রতর মা বীণাপাণি ঘোষ বলেন, “ছেলেরা সাফল্যে খুব খুশি। যেহেতু বাবা ভূগোলের শিক্ষক তাই হয়তো ভূগোলের প্রতি ছেলের এই ভালবাসা। বর্তমানে ছেলে বিজ্ঞান নিয়ে পড়ছে। আগামীতে ভূগোল নিয়ে কোনও চিন্তাভাবনা নেই। তবে তার এই সাফল্যে আমরা খুবই গর্বিত।”
advertisement
দশম শ্রেণি বিভাগে অনুব্রত রাজ্যে প্রথম হওয়ার পাশাপাশি ষষ্ঠ শ্রেণি বিভাগে মালদহ শহরের বার্লো গার্লস স্কুলের ছাত্রী দিশা মণ্ডল রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে। জেলায় মোট দু’জন বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্য স্তরে সফল হয়েছে। প্রতিবছর বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে এই বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা হয় রাজ্যে। মাঝে দু-বছর করোনা পরিস্থিতিতে পরীক্ষা হয়নি। ২০২২ সালের সমস্ত বিভাগ মিলিয়ে বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা হয় জেলায় জেলায়।
advertisement
২০২২ সালের ১৮ই সেপ্টেম্বর এই পরীক্ষা হয়েছিল। ১৬ জুলাই রাজাবাজার বিজ্ঞান কলেজের মেঘনাথ সাহা অডিটোরিয়ামে বঙ্গীয় ভূগোল মঞ্চের পক্ষ থেকে মেধা তালিকা প্রকাশ করা হয়।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education: অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement