Police Recruitment 2021|| দারুন খবর! কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...

Last Updated:

Police recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা ওড়িশা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে odishapolice.gov.in অথবা odishapolice.azurewebsites.net গিয়ে খোঁজ নিতে পারেন।

#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পুলিশ সিলেকশন বোর্ড (Odisha Police Selection Board) কনস্টেবল (কমিউনিকেশন) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওড়িশা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে odishapolice.gov.in অথবা odishapolice.azurewebsites.net গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ০৪ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রার করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।
advertisement
সর্বমোট শূন্যপদের সংখ্যা ২৪৪টি। ওড়িশা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের তদারকিতে এই নিয়োগ হবে। প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
advertisement
উল্লিখিত পদে নিয়োগের জন্য আগামী ১৫ থেকে ২০ নভেম্বর, ২০২১ দিনক্রম ধার্য করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাওড়িশা পুলিশ সিলেকশন বোর্ড
পদের নামকনস্টেবল
শূন্যপদের সংখ্যা২৪৪
কাজের স্থানওড়িশা
কাজের ধরনসরকারি কাজ
নির্বাচন পদ্ধতিশারীরিক দক্ষতামূলক পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু১৩.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতাদ্বাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে উত্তীর্ণ/ ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন০৪.১০.২০২১
advertisement
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৩ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর ধার্য করা হয়েছে। SC/ST/SEBC/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে।
প্রার্থীদের ওড়িশা সরকারের অধীনস্থ বা যে কোনও সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় দ্বাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে (১. ফিজিক্স ২. কেমেস্ট্রি ৩. ম্যাথম্যাটিকস অথবা ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি) উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ওড়িশার স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল ট্রেনিং (State Council for Technical Education & Vocational Training) অথবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (All India Council for Technical Education)/ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (University Grants Commission) দ্বারা স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমাপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের ওড়িয়া ভাষা জানা বাধ্যতামূলক।
advertisement
SC/ ST প্রার্থীরা ছাড়া অন্যান্যদের আবেদন ফি বাবদ ২২০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের শারীরিক দক্ষতামূলক পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Police Recruitment 2021|| দারুন খবর! কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement