Recruitment 2021|| সুখবর! ন্যাশনাল হেলথ মিশনের আওতায় শীঘ্রই ৫০০০ সহায়ক নার্স নিয়োগ! আজই আবেদন করুন...

Last Updated:

Recruitment 2021 nurse midwife vacancies: বিশদে জানতে প্রার্থীরা NHM UP-এর অফিসিয়াল ওয়েবসাইটে upnrhm.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

নার্স নিয়োগ। ফাইল ছবি।
নার্স নিয়োগ। ফাইল ছবি।
#লখনউ: সম্প্রতি উত্তরপ্রদেশ, ন্যাশনাল হেলথ মিশনের (National Health Mission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সহায়ক নার্স নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য মহিলা প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা NHM UP-এর অফিসিয়াল ওয়েবসাইটে upnrhm.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত।
advertisement
মোট পদের সংখ্যা রয়েছে ৫,০০০টি। উল্লিখিত পদে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থান্যাশনাল হেলথ মিশন (NHM)
পদের নামসহায়ক নার্স ও মিডওয়াইফ
শূন্যপদের সংখ্যা৫০০০
কাজের স্থানউত্তর প্রদেশ
কাজের ধরনচুক্তিভিত্তিক কাজ
নির্বাচন পদ্ধতিশিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
আবেদন প্রক্রিয়া শুরু১৫.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতানার্সিং বা মিডওয়াইফে দু’বছরের ডিপ্লোমা
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন৩০.০৯.২০২১
advertisement
প্রার্থীদের ভারত সরকার/ নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে অক্সিলারি নার্সিং বা মিডওয়াইফে দু’বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের আবেদন করার সময় উত্তরপ্রদেশের স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
advertisement
বয়সসীমা:
১২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর ধার্য করা হয়েছে। তবে ওবিসি (নন-ক্রিমি লেয়ার)/ এসসি/ এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
advertisement
প্রার্থীদের আবেদন বাবদ কোনও ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
UP, NHM-এর নিয়ম অনুসারে প্রার্থীদের শর্টলিস্টেড করা হবে। সে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখা হবে। প্রতিটি পদের জন্য তিন জন প্রার্থীদের ডাকা হবে।
প্রার্থীরা বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য আরও বিশদে জানতে এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন-http://upnrhm.gov.in/uploads/2988624079157012.pdf
advertisement
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে 'Updates' অপশনের "Invite online application for ANM vacancies. (September 15, 2021)" লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে প্রাপ্ত আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য সহ পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন- https://nhmwalkin.tsuprogram.com/
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| সুখবর! ন্যাশনাল হেলথ মিশনের আওতায় শীঘ্রই ৫০০০ সহায়ক নার্স নিয়োগ! আজই আবেদন করুন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement