হোম /খবর /চাকরি ও শিক্ষা /
সরকারি অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পদে শীঘ্রই নিয়োগ, জানুন বিশদে...

Recruitment 2021|| সরকারি অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পদে শীঘ্রই নিয়োগ, জানুন বিশদে...

সরকারি অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পদে শীঘ্রই নিয়োগ।

সরকারি অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পদে শীঘ্রই নিয়োগ।

Assistant Personnel Officers recruitment: আগ্রহী প্রার্থীদের ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

  • Share this:

#ভুবনেশ্বর: একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভুবনেশ্বরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (National Institute of Science Education and Research), সংক্ষেপে NISER-এর তরফে অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার (Assistant Personnel Officer) পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইটে https://ims.niser.ac.in/OnlineRecruitmentApplication.action গিয়ে খোঁজ নিতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থান্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ভুবনেশ্বর
পদের নামঅ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানভুবনেশ্বর
কাজের ধরনসরকারি কাজ
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করা যে কোনও শাখার স্নাতক ও মাস্টার্স ডিগ্রিধারী
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন১৫.১১.২০২১

আরও পড়ুন: মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শীঘ্রই নিয়োগ, রইল বিস্তারিত...

আবেদনের তারিখ:

ভুবনেশ্বরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফে জানানো হয়েছে যে, আগ্রহী প্রার্থীদের ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে অশিক্ষক কর্মচারী নিয়োগ, দেরী না করে আজই আবেদন করুন...

শূন্যপদের বিস্তারিত: 

ভুবনেশ্বরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার পদে নিয়োগ করা হবে। ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে যে মোট শূন্যপদের সংখ্যা ৫টি।

আবেদনের যোগ্যতা:

সিএ, (CA) ইন্টার, আইসিডবলিউএ (ICWA) ইন্টার অথবা অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করা যে কোনও শাখার স্নাতক এবং মাস্টার্স ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের উত্তরপত্র, কী ভাবে দেখবেন? জানুন...

সরকার স্বীকৃত কোনও সংস্থা বা ইন্সটিটিউটে প্রশাসনিক (Administration), অ্যাকাডেমিক (Academic), লিগাল (Legal, অ্যাকাউন্টস (Accounts), ফাইনান্স (Finance) ইত্যাদি কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে যাঁদের বয়স ৩৫ বছর, তাঁরা এই পদের জন্য আবেদনের যোগ্য।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Recruitment 2021