হোম /খবর /চাকরি ও শিক্ষা /
মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শীঘ্রই নিয়োগ, বিস্তারিত..

Recruitment 2021|| মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শীঘ্রই নিয়োগ, রইল বিস্তারিত...

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শীঘ্রই নিয়োগ। প্রতীকী ছবি।

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শীঘ্রই নিয়োগ। প্রতীকী ছবি।

Public service Commission Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • Share this:

#গোয়া: গোয়া পাবলিক সার্ভিস কমিশন (Goa public service commission) বা জিপিএসসি (GPSC) ভেটেরিনারি অফিসার এবং অন্যান্য পদের জন্য নিয়োগ করতে চলেছে। শূন্যপদ পূরণের জন্য একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিচে করা হল।

গুরুত্বপূর্ণ তারিখ:

এই পদগুলিতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর করা হয়েছে। আবেদনের তারিখ বদল করা হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে অশিক্ষক কর্মচারী নিয়োগ, দেরী না করে আজই আবেদন করুন...

শূন্যপদ:

এই নিয়োগ প্রক্রিয়ায় ভেটেরিনারি অফিসার এবং অন্যান্য পদের জন্য মোট ৭১টি শূন্যপদ রয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাগোয়া পাবলিক সার্ভিস কমিশন
পদের নামভেটেরিনারি অফিসার এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যানির্দিষ্ট বিভাগ অনুসারে আলাদা আলাদা শূন্যপদ
কাজের স্থানগোয়া
কাজের ধরনসরকারি কাজ
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুচলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন২৮.১০.২০২১

আরও পড়ুন: অসম রাইফেলসে নিয়োগ ব়্যালি ডিসেম্বরে, শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া...

শূন্যপদের বিবরণ:

ডেপুটি ডিরেক্টর অফ এডুকেশন (Deputy Director of Education) / ডেপুটি ডিরেক্টর অফ অ্যাডাল্ট এডুকেশন (Deputy Director of Adult Education) / ডিরেক্টর (Director), স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন (State Institute of Education) / প্রিন্সিপাল (Principal), ডিস্ট্রিক ইনস্টিটিউট ও ট্রেনিং (District Institute of Education) ডেপুটি ডিরেক্টর (Deputy Director), ভোকেশনাল এডুকেশনে (Vocational Education) ১টি শূন্যপদ।

অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অফ এডুকেশনে (Assistant Director of Education) ২টি শূন্যপদ।

ভেটেরিনারি অফিসার (Veterinary Officer) পদে ৩০টি শূন্যপদ।

লেকচারার ইন পেডিয়াট্রিক সার্জারি (Lecturer in Paediatric Surgery) পদে ১টি শূন্যপদ।

আরও পড়ুন: দারুন খবর! পুলিশের নতুন 'স্পেশ্যালিস্ট' পদে হাজার হাজার নিয়োগ, এক ক্লিকে বিস্তারিত...

জুনিয়র পেডিয়াট্রিশিয়ান (Junior Paediatrician) পদে ১টি শূন্যপদ।

জুনিয়র ফিজিশিয়ান (Junior Physician) পদে ১টি শূন্যপদ।

জুনিয়র সার্জন (Junior Surgeon) পদে ২টি শূন্যপদ।

নার্সিং এডুকেশন ইনস্টিটিউটে (Nursing Education Institute) টিউটরের পদে ৪টি শূন্যপদ।

ক্লিনিক্যাল সাইকোলজিতে (Clinical Psychology) অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor) পদে ১টি শূন্যপদ।

আর্কিটেকচারের (Architecture) অ্যাসোসিয়েট প্রফেসর পদে ২টি শূন্যপদ।

মরাঠি (Marathi), অর্থনীতি (Economics), গণিত (Mathematics), হিন্দি (Hindi), রসায়ন (Chemistry), ব্যবসা (Commerce), ভূগোল (Geography) ও বটানির (Botany) জন্য অ্যাসিস্টেন্ট প্রফেসর (Assistant Professor) পদে মোট ২২টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! স্নাতক হলেই হাজার হাজার সরকারি অফিসার পদে নিয়োগ, রইল আবেদন জমার খুঁটিনাটি...

হারমোনিয়ামে (Harmonium) অ্যাসিস্টেন্ট প্রফেসর (Assistant Professor) পদে ১টি শূন্যপদ।

অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর (Assistant Public Prosecutor) পদে ৩টি শূন্যপদ রয়েছে।

আরও বিস্তারিত তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://gpsc.goa.gov.in/index.php যেতে বলা হয়েছে। আবেদনের পর একটি হার্ডকপি সঙ্গে রাখতে বলা হয়েছে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Recruitment 2021