Recruitment 2022|| পাবলিক সার্ভিস কমিশনে শতাধিক শূন্যপদে নিয়োগ, জানুন আবেদনপত্র সংশোধনের পদ্ধতি

Last Updated:

Recruitment 2022: আবেদনপত্র কারেকশন উইন্ডো খোলা থাকবে ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

#নয়াদিল্লি: সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশনের (Bihar Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানিং সুপারভাইজার পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিহার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৫ মে, ২০২২। অনলাইন ও অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্র কারেকশন উইন্ডো খোলা থাকবে ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাবিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানিং সুপারভাইজার
শূন্যপদের সংখ্যা১০৭
কাজের স্থানবিহার
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ৫.০৫.২০২২
advertisement
বিহার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে bpsc.bih.nic.in যেতে হবে।
BPSC-র হোম পেজে দেওয়া “Apply Online” লিঙ্কে ক্লিক করে “B.P.S.C. Online Application” লেখাটিতে ক্লিক করতে হবে।
পোর্টাল ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফর্মে পরিবর্তন করা যেতে পারে।
advertisement
এরপর সাবমিট অপশনে ক্লিক করে জমা দিতে হবে।
ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিতে পারেন।
বয়সসীমা:
১ অগাস্ট, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের ব্যাচেলর অফ প্ল্যানিং/ প্ল্যানিং/ টাউন প্ল্যানিং/ রিজিওনাল প্ল্যানিং/ আরবান প্ল্যানিং/ রিমোট সেন্সিং এবং জিআইএসে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
advertisement
আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক https://bpsc.bih.nic.in//Advt/NB-2022-03-11-05.pdf করে জানতে পারেন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Recruitment 2022|| পাবলিক সার্ভিস কমিশনে শতাধিক শূন্যপদে নিয়োগ, জানুন আবেদনপত্র সংশোধনের পদ্ধতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement