Crime News: স্বামীর খাবারে ঘুমের ওষুধ মেশালো স্ত্রী! তার পর...হাড় হিম করা ঘটনা মুর্শিদাবাদে
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Debamoy Ghosh
Last Updated:
পেশায় দিনমজুর বাবু শেখ প্রতি রাতেই মার্জিনার উপরে শারীরিক অত্যাচার করতেন বলে অভিযোগ।
ইসলামপুর: স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্য ইসলামপুরে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সীতানগর এলাকায়। মৃতের নাম বাবু শেখ। স্ত্রী মার্জিনা বিধি স্বীকারও করে নেয় সে খুন করেছে। এরপরেই এলাকার মানুষজন তাকে বাঁশের মধ্যে বেঁধে গনধোলাই দেয়।
এই নারকীয় ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়, পরে গ্রেফতার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
advertisement
পেশায় দিনমজুর বাবু শেখ প্রতি রাতেই মার্জিনার উপরে শারীরিক অত্যাচার করতেন বলে অভিযোগ। যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার দুপুরেও বাবু শেখ স্ত্রীর উপরে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ। এর পরে স্বামীকে খুন করার পরিকল্পনা করে মার্জিনা। মঙ্গলবার রাতে স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন মার্জিনা বিবি। এর পর গভীর রাতে বাড়ির অন্যান্যরা ঘুমিয়ে পড়লে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে সে। বুধবার সকালে দেওর ইমদাদুল শেখকে মার্জিনা জানায় তার স্বামীকে সে খুন করেছে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
এর পরেই তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বাঁশের মধ্যে বেধে মোবাইলে ভিডিও করতে করতে বেধড়ক মারধর করে জনতা। এই নারকীয় ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
মার্জিনা বিবি বলে, 'বিয়ের পর থেকে আমার স্বামী আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। দিনের পর দিন সেই অত্যাচার বাড়তেই থাকে। আমি আর সহ্য করতে না পেরে ওকে প্রথমে ঘুমের ওষুধু খাইয়ে দিই, তারপর রাতে শ্বাসরোধ করে খুন করি। মৃত বাবু শেখের ভাই ইমদাদুল শেখ বলেন, 'সকালে আমার বৌদি আমাকে জানায় সে দাদাকে খুন করেছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করে উপযুক্ত শাস্তি দিক আমরা সেটাই চাইছি।'
view commentsLocation :
Murshidabad,West Bengal
First Published :
Mar 30, 2023 1:23 AM IST










