ইসলামপুর: স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্য ইসলামপুরে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সীতানগর এলাকায়। মৃতের নাম বাবু শেখ। স্ত্রী মার্জিনা বিধি স্বীকারও করে নেয় সে খুন করেছে। এরপরেই এলাকার মানুষজন তাকে বাঁশের মধ্যে বেঁধে গনধোলাই দেয়।
এই নারকীয় ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়, পরে গ্রেফতার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
আরও পড়ুন: শ্বশুরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, অবশেষে পুলিশের জালে!
পেশায় দিনমজুর বাবু শেখ প্রতি রাতেই মার্জিনার উপরে শারীরিক অত্যাচার করতেন বলে অভিযোগ। যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার দুপুরেও বাবু শেখ স্ত্রীর উপরে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ। এর পরে স্বামীকে খুন করার পরিকল্পনা করে মার্জিনা। মঙ্গলবার রাতে স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন মার্জিনা বিবি। এর পর গভীর রাতে বাড়ির অন্যান্যরা ঘুমিয়ে পড়লে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে সে। বুধবার সকালে দেওর ইমদাদুল শেখকে মার্জিনা জানায় তার স্বামীকে সে খুন করেছে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: চাকরির টোপ, বন্ধুত্ব পাতিয়ে রিসর্টে নিয়ে গৃহবধূর সর্বনাশ করল পুলিশ কনস্টেবল
এর পরেই তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বাঁশের মধ্যে বেধে মোবাইলে ভিডিও করতে করতে বেধড়ক মারধর করে জনতা। এই নারকীয় ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।
মার্জিনা বিবি বলে, 'বিয়ের পর থেকে আমার স্বামী আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। দিনের পর দিন সেই অত্যাচার বাড়তেই থাকে। আমি আর সহ্য করতে না পেরে ওকে প্রথমে ঘুমের ওষুধু খাইয়ে দিই, তারপর রাতে শ্বাসরোধ করে খুন করি। মৃত বাবু শেখের ভাই ইমদাদুল শেখ বলেন, 'সকালে আমার বৌদি আমাকে জানায় সে দাদাকে খুন করেছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করে উপযুক্ত শাস্তি দিক আমরা সেটাই চাইছি।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Housewife, Murder, Murshidabad