হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
শ্বশুরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, অবশেষে পুলিশের জালে 'গুণধর'!

Crime News: শ্বশুরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, অবশেষে পুলিশের জালে!

সাগর থানা

সাগর থানা

Crime News: নিজের পুত্রবধূকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগে রবিবার রাতে শ্বশুরকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সাগর: পুত্রবধূকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শ্বশুর। নিজের পুত্রবধূকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগে রবিবার রাতে শ্বশুরকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে সাগর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩৭৬ (২) (এফ),৩৪৩ ও ৫০৬ ধারায় মামলার রুজু করেছে।

ধৃতকে পুলিশ সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরের থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে একা থাকেন ওই গৃহবধূ। ওই গৃহবধূর একা থাকার সুযোগ নিয়ে কয়েকদিন ধরে নিজের শ্বশুর তাঁকে যৌন নির্যাতন করতে থাকে বলে অভিযোগ।

আরও পড়ুন: সীমান্তে জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক, উদ্ধার ভারত-বিরোধী নথি

আরও পড়ুন: পুলিশ লেখা গাড়িতেই হচ্ছিল পাচার! জলপাইগুড়িতে চাঞ্চল্যকর কাণ্ড

ক্রমাগত এই ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠেন ওই নির্যাতিতা। অবশেষে সাগর থানার দ্বারস্থ হন তিনি। রবিবার সকালে নিজের শ্বশুরের নামে সাগর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল রাতে সাগর থানা এলাকা থেকে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ।

বিশ্বজিৎ হালদার

Published by:Raima Chakraborty
First published:

Tags: Crime News, South 24 Paraganas News