Corona Strain Delta: কোভিশিল্ড-কোভ্যাক্সিন নেওয়া থাকলেও করোনার ডেল্টা স্ট্রেইন সংক্রমণ সম্ভব: এইমস গবেষণা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার সেই স্ট্রেইনের (Delta Variant) আরও মারাত্মক ক্ষমতার কথা সামনে নিয়ে এল এইমসের (AIIMS Delhi) ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর সাম্প্রতিক দু'টি আলাদা গবেষণা।
#নয়াদিল্লি: গত বছর অক্টোবরে ভারতেই প্রথম করোনাভাইরাসের (Coronavirus) 'ডেল্টা' স্ট্রেইন (Delta Variant) চিহ্নিত হয়েছিল। এই স্ট্রেইন সবচেয়ে মারাত্মক বলে আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এবার সেই স্ট্রেইনের আরও মারাত্মক ক্ষমতার কথা সামনে নিয়ে এল এইমসের (AIIMS Delhi) ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর সাম্প্রতিক দু'টি আলাদা গবেষণা। এই গবেষণায় প্রাথমিক ভাবে উঠে এসেছে, করোনার টিকা (Covid-19 Vaccine) কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাক্সিন (Covaxin) নেওয়া থাকলেও, মানবদেহে করোনার সংক্রমণ করতে পারে এই ডেল্টা স্ট্রেইন।
এইমসের গবেষণায় উঠে এসেছে, ইউকে-তে পাওয়া করোনার 'আলফা' স্ট্রেইন থেকে প্রায় ৪০-৫০ গুণ বেশি ক্ষতিকারক এই ডেল্টা স্ট্রেইন। এবং এই স্ট্রেইনের জেরেই ভারতের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এতটা মারাত্মক আকার ধারণ করেছে। এইমস ও ইনস্টিটিউট অফ জিনোমিকস অ্যান্ড ইন্টাগ্রেটিভ বায়োলজির নতুন এই গবেষণা করা হয়েছিল হাসপাতালের এমারজেন্সিতে শুয়ে থাকা ৬৩ জন উপসর্গযুক্ত রোগীকে নিয়ে। তাঁদের পাঁচ থেকে সাতদিন টানা খুব বেশি পরিমাণে জ্বর ছিল।
advertisement
এই ৬৩ জনের মধ্যে ৫৩ জনের কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়া ছিল। এবং বাকিরা কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন। ৩৬ জনের যে কোনও একটি ভ্যাক্সিনের দু'টি ডোজই নেওয়া ছিল। একটি করে ডোজ নেওয়া রোগীদের ৭৬.৯ শতাংশের শরীরে করোনার ডেল্টা স্ট্রেইন পাওয়া গিয়েছে। এবং দু'টি করে ডোজ নেওয়াদের ৬০ শতাংশের শরীরে ডেল্টা স্ট্রেইন মিলেছে। করোনার ওই প্রজাতিটির নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে। তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু (WHO)।
advertisement
advertisement
ভারতে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের প্রজাতি ডেল্টা স্ট্রেইনই সবচেয়ে ভয়ানক ও উদ্বেগের। এটি অসম্ভব সংক্রামক ও দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার জন্য এই স্ট্রেইনই দায়ী। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় জানা গিয়েছে, ভারতীয় আলফা স্ট্রেইনের তুলনায় ডেল্টা স্ট্রেইন প্রায় ৫০ শতাংশ বেশি ছোঁয়াচে। যদিও করোনায় মৃত্যুর জন্য এই স্ট্রেইনই একমাত্র দায়ী কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি বিশেষজ্ঞরা।
view commentsLocation :
First Published :
June 10, 2021 2:20 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Strain Delta: কোভিশিল্ড-কোভ্যাক্সিন নেওয়া থাকলেও করোনার ডেল্টা স্ট্রেইন সংক্রমণ সম্ভব: এইমস গবেষণা

