Israel Gaza Conflict: শান্তি চুক্তিতে ইতি? ইজরায়েলি সেনাকে ফের গাজায় বড়সড় হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

Last Updated:

গত ১০ অক্টোবর আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল এবং হামাস জঙ্গি গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি লাগু হয়৷

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ ছবি-এএফপি
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ ছবি-এএফপি
গাজার বাসিন্দাদের দিন কয়েকের স্বস্তি শেষ করে কি ফের ঘরছাড়া হতে হবে? ভেস্তে যাবে ইজরায়েল-হামাস শান্তি চুক্তি? প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলের সেনাবাহিনীকে যে নির্দেশ দিয়েছেন, তাতে সেই আশঙ্কাই তৈরি হয়েছে৷
হামাস জঙ্গি গোষ্ঠী শান্তি চুক্তি ভঙ্গ করেছে, এই অভিযোগ করে ফের গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু৷ ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে বৈঠকের পর অবিলম্বে গাজায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলির উপরে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু৷
এ দিনই ইজরায়েলের সেনাবাহিনী অভিযোগ করে, দক্ষিণ গাজায় হামাস বেপরোয়াভাবে গুলি চালিয়েছে৷ হামাসের হেফাজতে থাকা এক পণবন্দির দেহাবশেষ ইজারায়েলের কাছে ফেরানোর পর থেকেই দু পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছিল৷ কারণ ইজরায়েল অভিযোগ করেছিল, শান্তি চুক্তির শর্ত ভেঙে নিজেদের হেফাজতে থাকা মৃত পণবন্দির সম্পূর্ণ দেহাবশেষ ফেরায়নি হামাস জঙ্গিরা৷ এ দিন আরও একজন পণবন্দির দেহাবশেষ ফেরানোর কথা জানায় হামাস৷
advertisement
advertisement
গত ১০ অক্টোবর আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল এবং হামাস জঙ্গি গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি লাগু হয়৷ সেই চুক্তি অনুযায়ী সোমবার এক পণবন্দির দেহাবশেষ ফিরিয়ে দেয় হামাস৷ তারা দাবি করে, ২৮ জন মৃত পণবন্দির মধ্যে এটি ১৬ নম্বর পণবন্দির দেহাবশেষ৷ কিন্তু সেই দেহাবশেষের ফরেন্সিক পরীক্ষার পর ইজরায়েল দাবি করে, ওই দেহাবশেষ দু বছর আগে ইজরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া এক পণবন্দির দেহাবশেষেরই অংশ৷ এই ঘটনাকে শান্তি চুক্তি ভঙ্গ হিসেবেই দাবি করে নেতানিয়াহুর অফিস৷
advertisement
ইজরায়েল এবং হামাসের মধ্যে আগ্রাসন বন্ধের উদ্দেশ্যেই শান্তি চুক্তির উদ্যোগ নিয়েছিল আমেরিকা৷ কিন্তু সেই চুক্তি লাগু হওয়ার পর থেকেই দু পক্ষ পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলছিল৷ এ দিন নেতানিয়াহু দেশের সেনাবাহিনীকে ফের গাজায় হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরই হামাসও এক পণবন্দির দেহাবশেষ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে৷ বিবৃতি দিয়ে হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ইজরায়েল শান্তি চুক্তি ভঙ্গ করার কারণেই দেহাবশেষ ফেরানোর প্রক্রিয়ায় দেরি হচ্ছে৷ হামাসের দাবি, উত্তেজনা বাড়লে মাটি খুঁড়ে পণবন্দিদের দেহাবশেষ খুঁজে বের করার কাজও বাধাপ্রাপ্ত হবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Gaza Conflict: শান্তি চুক্তিতে ইতি? ইজরায়েলি সেনাকে ফের গাজায় বড়সড় হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement