Cooch Behar News: পরপর তিন রাউন্ড গুলি! কেঁপে উঠল গোটা এলাকা! তীব্র আতঙ্ক তুফানগঞ্জে
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
রাত প্রায় আনুমানিক ৯টা নাগাদ ৩ রাউন্ড গুলির আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়লেন এলাকাবাসীদের একাংশ। রাতেই ঘটনাস্থলে পৌঁছল তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
#তুফানগঞ্জ: রাত প্রায় আনুমানিক ৯টা নাগাদ ৩ রাউন্ড গুলির আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়লেন এলাকাবাসীদের একাংশ। রাতেই ঘটনাস্থলে পৌঁছল তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে ঘটনাস্থল থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এবং দুষ্কৃতিকে খুঁজেও পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের ছাটরামপুর গুড়িয়ারপাড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ওপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "গোটা কোচবিহারে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কারণে রাতের দিকে রাস্তাঘাটে সেরকম লোকজন ছিল না।
advertisement
তবে রাতের অন্ধকারে হঠাৎ একটি গুলির আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তারপর আরও দুটো গুলির আওয়াজ শুনতে পায় সকলে। একটি গাড়ির ভেতর থেকেই চালানো হয়েছে গুলি। সেই ছোট গাড়িটি ধলপল থেকে তুফানগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানা যায়। প্রথমে গাড়িটির গতিবেগ কম থাকলেও মানুষজন দেখতে পেয়ে দ্রুত গতিতে গাড়িটি তুফানগঞ্জের দিকে ছুটে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী। তবে অনেক খোঁজাখুঁজির পরও ঘটনাস্থল থেকে কিছুই পাওয়া যায়নি।"
advertisement
আরও পড়ুন - সে কী কাণ্ড, সে কী কাণ্ড, বড়দিনে হুলস্থূল! হাইড্রেনে হাঁসফাঁস মহিষ, তারপর ভিডিওতে রইল প্রমাণ
এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে গোটা এলাকার স্থানীয় বাসিন্দারা। তুফানগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, "তুফানগঞ্জ ১ নং ব্লকের ছাটরামপুর গুড়িয়ারপাড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ওপর একটি ছোট গাড়ির থেকে তিন রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন কিছু পাওয়া যায়নি। তবে গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সমস্ত এলাকার পুলিশকে সজাগ থাকতে বলা হয়েছে। দ্রুত এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে।"
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
December 26, 2022 11:23 AM IST