Birbhum News : ‘‘গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভাল যাক’’ নতুন বছরে কোথায় ঠাঁই হবে না জানলেও, জেল থেকেই অনুব্রতর বিশেষ মেসেজ!

Last Updated:

গরু পাচার কাণ্ডে চলতি বছর রাখি পূর্ণিমার দিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর দেখতে দেখতে মাস চারেক কেটে গেছে জেলের অন্দরে। 

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
#বীরভূম : গরু পাচার কাণ্ডে চলতি বছর রাখি পূর্ণিমার দিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর দেখতে দেখতে মাস চারেক কেটে গেছে জেলের অন্দরে। সম্প্রতি দলীয় কর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই জেল হেফাজত থেকে এখন ঠাঁই হয়েছে পুলিশ হেফাজতে। নিজের জেলায় পুলিশ হেফাজতে এসে আগের তুলনায় যেন অনেকটাই সাবলীল দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেননা এতদিন ধরে সেই ভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা না বললেও শনিবার তাকে দেখা যায় ভালোভাবেই কথা বলতে।
আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে গত মঙ্গলবার দুবরাজপুরের পুলিশি হেফাজতে নেওয়া হয় আদালতের নির্দেশে। প্রথম দিন তার ব্লাড প্রেসার বেশি ছিল এবং শরীরে জ্বর ছিল। তবে বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে চিকিৎসকদের সূত্রে। প্রতিদিনের মতো শনিবারও তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের নতুন বছর নিয়ে বিশেষ বার্তা দিলেন।
advertisement
advertisement
শনিবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল নতুন বছর নিয়ে বলেন, "নতুন বছরে ভাল যাক। প্রত্যেক মানুষের ভাল যাক। বীরভূম জেলার ভাল যাক। গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভাল যাক।" তিনি নিজে জানেন না নতুন বছর তার কোথায় কাটবে, তবে জেলা ও রাজ্যের বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন।
advertisement
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল এখন দুবরাজপুর পুলিশের হেফাজতে রয়েছেন মূলত তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন তারই দলের কর্মী শিব ঠাকুর মন্ডল। শিব ঠাকুর মন্ডল দাবি করেছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে নাকি তাকে অনুব্রত মণ্ডল টুঁটি চেপে ধরে খুন করার চেষ্টা করেছিলেন।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : ‘‘গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভাল যাক’’ নতুন বছরে কোথায় ঠাঁই হবে না জানলেও, জেল থেকেই অনুব্রতর বিশেষ মেসেজ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement