#মাথাভাঙ্গা: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাচালানকারীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের চোঙ্গারখাতায়। মৃত ব্যক্তির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই চোরাচালানকারীর কাছ থেকে দুটি সিম সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
মাথাভাঙ্গা থানার পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ একদল দুষ্কৃতী বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পেড়িয়ে ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করলে বিএসএফ পক্ষ থেকে তাদের বাধা দেওয়া। দুষ্কৃতীরা বিএসএফের ওপর হামলা চালালে বিএসএফ আত্মরক্ষায় জন্য তিন রাউন্ড গুলি চালায়। বিএসএফের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক চোরাচালানকারীর।"
আরও পড়ুন - Nadia News: প্রেগন্যান্ট বধূকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে, কারণ শুনলে চমকে যাবেন
বৃহস্পতিবার মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ও মাথাভাঙ্গা মহাকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছান গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখতে। যদিও পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা থানার পুলিশ মর্গে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন - Viral Video: ক্রিকেটে কামালের পর নাচে ধামাল, অর্জুন তেন্ডুলকর এখন সুপার ভাইরাল, রইল প্রমাণ
তবে সীমান্ত লাগোয়া এলাকা গুলিতে বেশ কিছুদিন ধরেই অবৈধ অনুপ্রবেশকারীদের পাশাপাশি চোরাচালানকারীরদের দৌরাত্ম্য ও বেশ অনেকটাই বেড়ে উঠেছিল। তবে সীমান্ত রক্ষী বাহিনীরা তৎপরতার সাথে গোটা বিষয়টির মোকাবিলা করে চলেছে প্রতিনিয়ত। তবে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটার কারণে বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ার কারণে কোচবিহার জেলা চোরাচালানকারী এবং বিদেশি অনুপ্রবেশকারীদের একটা বড় রাস্তা ভারতের সীমান্তে ঢুকে পড়ার জন্য।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF, Cooch behar