Student Beaten By Students: হাঁটতে পারছে না ক্লাস সেভেনের ১২ বছরের ছেলে, ক্যাম্পাসের মধ্যেই দুই পড়ুয়া ধরে রাখল হাত, অন্যজন দিল বেদম মার
- Reported by:Anup Sanyal
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Student Beaten By Students: প্রায় মাস চারেক যাবৎ এইধরনের বুলিং সহ্য করার পর নিরুপায় হয়ে ক্লাসের মধ্যে সহপাঠীদের দৌরাত্ম্য ঠেকাতে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তানভীরের বিরুদ্ধে স্কুল কতৃপক্ষের কাছে অভিযোগ জানান আতীক্ষের মা-বাবা।
কলকাতা: উত্তর শহরতলিতে হলেও কলকাতার নামজাদা স্কুলগুলির মধ্যেই এই স্কুলও পড়ে৷ সেই নামী বেসরকারি স্কুলে নৃশংস ঘটনা। ক্লাস সেভেনের ছাত্র আতীক্ষ গোয়েঙ্কা। বয়স মাত্র ১২। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তার বেস্ট ফ্রেন্ড সহপাঠী তানভীর সোনি। হঠাৎ বন্ধুত্বে ছন্দপতন। তারপর থেকে ক্লাস রুমের ভিতরে বাইরে ক্রমাগত তানভীর এর বুলিং এর শিকার আতীক্ষ।
প্রায় মাস চারেক যাবৎ এইধরনের বুলিং সহ্য করার পর নিরুপায় হয়ে ক্লাসের মধ্যে সহপাঠীদের দৌরাত্ম্য ঠেকাতে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তানভীরের বিরুদ্ধে স্কুল কতৃপক্ষের কাছে অভিযোগ জানান আতীক্ষের মা-বাবা। এরপর তানভীরের তিন বন্ধু ২৮ নভেম্বর স্কুল ছুটির পর স্কুল বাসে ওঠার সময় বাসের পার্কিং অ্যারেনায় ঘিরে ধরে আতীক্ষকে।
advertisement
advertisement
বুট পড়া পা দিয়ে ক্রমাগত আতীক্ষকে বুকে হাতে পায়ে লাথি মারতে শুরু করে তানভীরের বন্ধু প্রত্যূষ তিওয়ারি। সেই সময় প্রত্যূষের দুই সহপাঠী সোহন সিং এবং বেদান্ত জয়সওয়াল আতীক্ষের দুই হাত দুই দিক দিয়ে ধরে রেখেছিল বলে অভিযোগ। ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক আহত অবস্থায় সে বাড়ি ফিরে আসে।
বাড়িতে অসুস্থ বাবা। তাঁর সেবায় ব্যস্ত মা। সেদিন কিচ্ছু জানায়নি ক্লাস সেভেনের আতীক্ষ। ডিসেম্বরের ৩ তারিখ থেকে তার লক্ষ্যনীয় শারীরিক অবনতি ধরা পড়ে বাবা মায়ের চোখে। ৪ ডিসেম্বর সকাল থেকে লোপ পায় হাঁটার ক্ষমতা। শুক্রবার আতীক্ষের পরিবারের লোকজন সব অন্য অভিভাবকরা স্কুল চত্বরে বিক্ষোভ দেখান৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 3:59 PM IST









