New Invention: ফেলনা বোতলেই বিজ্ঞানের চমক! বসিরহাটের গ্রামীণ স্কুলে পড়ুয়াদের হাতে তৈরি মাইক্রোস্কোপ, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

North 24 Parganas New Invention: ফেলনা বোতল থেকে নতুন আবিষ্কার। বসিরহাটের গ্রামীণ স্কুলের পড়ুয়ারা তৈরি করল মাইক্রোস্কোপ। ফেলে দেওয়া জলের বোতল আর সাধারণ লেন্স, মাত্র দুটি উপকরণ দিয়ে বিজ্ঞান চর্চায় নজর কাড়ল গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা।

+
মাইক্রোস্কোপ

মাইক্রোস্কোপ হাতে পড়ুয়ার 

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ফেলনা বোতলেই বিজ্ঞানের চমক। বসিরহাটের গ্রামীণ স্কুলে পড়ুয়াদের হাতে তৈরি মাইক্রোস্কোপ। ফেলে দেওয়া জলের বোতল আর সাধারণ লেন্স-এই দুই উপকরণকে হাতিয়ার করেই বিজ্ঞান চর্চায় নজর কাড়ল বসিরহাটের গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ে দেখা গেল ছাত্র-ছাত্রীদের এক অভিনব ও সৃজনশীল উদ্যোগ। স্কুলের পড়ুয়ারা দুটি প্লাস্টিকের জলের বোতলের মুখ কেটে, সেগুলির মুখের দিকে দুটি লেন্স বসায়। এরপর বোতলের অপর দিক দুটি নিখুঁতভাবে সংযুক্ত করে পুরো কাঠামোর গায়ে কালো রং করা হয়, যাতে বাইরের আলো ঢুকে না পড়ে। এই সাধারণ কিন্তু কার্যকর কৌশলেই তৈরি হয়ে যায় একটি কার্যক্ষম মাইক্রোস্কোপ।
advertisement
আরও পড়ুনঃ গুড় আবার সুগার ফ্রি! এই শীতে বাজারে এসেছে সুগার ফ্রি খেজুর গুড়, খেতে পারবেন ডায়াবেটিসের রোগীরাও
সব শেষে মাইক্রোস্কোপটি কাঠের ফ্রেমে বসিয়ে আরও মজবুত ও বাস্তবসম্মত রূপ দেওয়া হয়। দেখতে অনেকটাই বাজারে পাওয়া মাইক্রোস্কোপের মতোই, যার কার্যকারিতাতেও পিছিয়ে নেই। ছাত্র-ছাত্রীরাই পেঁয়াজের খোসা থেকে সূক্ষ্ম আঁশ আলাদা করে লেন্সের সামনে রেখে অপর প্রান্ত দিয়ে পর্যবেক্ষণ করে কোষের গঠন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত কার্যকর একটি বৈজ্ঞানিক যন্ত্র তৈরি করতে খরচ পড়েছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। পরিবেশবান্ধব ভাবনা, কম খরচে বিজ্ঞান চর্চা এবং হাতেকলমে শেখার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের কাছেও। ফেলে দেওয়া জিনিসকেই সম্পদে রূপান্তর করে যে বিজ্ঞান শেখা যায়, চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ের এই ছাত্র-ছাত্রীরা সেটাই যেন বাস্তবে প্রমাণ করে দিল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Invention: ফেলনা বোতলেই বিজ্ঞানের চমক! বসিরহাটের গ্রামীণ স্কুলে পড়ুয়াদের হাতে তৈরি মাইক্রোস্কোপ, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement