Indian Railways: বড় আপডেট! মোবাইলে টিকিট দেখালেই কি ট্রেনে উঠতে পারবেন? বদলাচ্ছে নিয়ম

Last Updated:
ভারতীয় রেল এআই প্রযুক্তিতে ভুয়ো টিকিট রুখতে আনরিজার্ভড টিকিটে প্রিন্ট বাধ্যতামূলক করেছে। UTS, ATVM, কাউন্টার টিকিটে মোবাইল কপি গ্রহণযোগ্য নয়।
1/8
রেলযাত্রীদের জন্য বড় পরিবর্তনের পথে ভারতীয় রেল। পরিষেবা উন্নত করা ও টিকিট সংক্রান্ত অনিয়ম রুখতেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ। অনলাইন টিকিট বুকিংয়ে আধার যাচাই বাধ্যতামূলক করার পর এ বার ডিজিটাল টিকিটের অপব্যবহার ঠেকাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। 
রেলযাত্রীদের জন্য বড় পরিবর্তনের পথে ভারতীয় রেল। পরিষেবা উন্নত করা ও টিকিট সংক্রান্ত অনিয়ম রুখতেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ। অনলাইন টিকিট বুকিংয়ে আধার যাচাই বাধ্যতামূলক করার পর এ বার ডিজিটাল টিকিটের অপব্যবহার ঠেকাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। 
advertisement
2/8
রেল আধিকারিকদের দাবি, সাম্প্রতিক কালে এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো টিকিট তৈরি করা হচ্ছে, যা দেখতে ও তথ্যের দিক থেকে আসল টিকিটের মতোই। সাধারণ পরীক্ষার সময় এগুলি চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
রেল আধিকারিকদের দাবি, সাম্প্রতিক কালে এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো টিকিট তৈরি করা হচ্ছে, যা দেখতে ও তথ্যের দিক থেকে আসল টিকিটের মতোই। সাধারণ পরীক্ষার সময় এগুলি চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
advertisement
3/8
সম্প্রতি জয়পুর রুটে এমনই একটি ঘটনা সামনে আসে। টিকিট পরীক্ষকরা কয়েক জন ছাত্রকে আটক করেন। তাঁদের মোবাইলে থাকা টিকিট দেখতে সম্পূর্ণ আসল মনে হয়। কিউআর কোড স্ক্যান করলে যাত্রার বিবরণ ও ভাড়া সবই ঠিকঠাক দেখায়। পরে তদন্তে জানা যায়, সেগুলি এআই দিয়ে তৈরি ভুয়ো টিকিট, যা রেলের বৈধ টিকিট নয়। এই ঘটনায় রাজস্ব ক্ষতি ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি জয়পুর রুটে এমনই একটি ঘটনা সামনে আসে। টিকিট পরীক্ষকরা কয়েক জন ছাত্রকে আটক করেন। তাঁদের মোবাইলে থাকা টিকিট দেখতে সম্পূর্ণ আসল মনে হয়। কিউআর কোড স্ক্যান করলে যাত্রার বিবরণ ও ভাড়া সবই ঠিকঠাক দেখায়। পরে তদন্তে জানা যায়, সেগুলি এআই দিয়ে তৈরি ভুয়ো টিকিট, যা রেলের বৈধ টিকিট নয়। এই ঘটনায় রাজস্ব ক্ষতি ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
advertisement
4/8
রেলের মতে, উন্নত প্রযুক্তির সাহায্যে এখন খুব সহজেই মোবাইল টিকিট কপি, পরিবর্তন বা নতুন করে তৈরি করা যাচ্ছে। এমনকি কিউআর কোডও এমনভাবে বানানো হচ্ছে, যা সাধারণ স্ক্যানারে ধরা পড়ে না। ভিড়ের সময় টিকিট পরীক্ষার ক্ষেত্রে এতে ভুল হওয়ার আশঙ্কা আরও বাড়ে। তাই প্রিন্টেড টিকিট বাধ্যতামূলক করলে এই ধরনের জালিয়াতি অনেকটাই রোখা যাবে বলে মনে করছে রেল।
রেলের মতে, উন্নত প্রযুক্তির সাহায্যে এখন খুব সহজেই মোবাইল টিকিট কপি, পরিবর্তন বা নতুন করে তৈরি করা যাচ্ছে। এমনকি কিউআর কোডও এমনভাবে বানানো হচ্ছে, যা সাধারণ স্ক্যানারে ধরা পড়ে না। ভিড়ের সময় টিকিট পরীক্ষার ক্ষেত্রে এতে ভুল হওয়ার আশঙ্কা আরও বাড়ে। তাই প্রিন্টেড টিকিট বাধ্যতামূলক করলে এই ধরনের জালিয়াতি অনেকটাই রোখা যাবে বলে মনে করছে রেল।
advertisement
5/8
রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, আনরিজার্ভড (Unreserved) টিকিটে যাত্রা করলে আর মোবাইলে টিকিট দেখিয়ে চলবে না। এই ক্ষেত্রে প্রিন্ট করা টিকিট বহন করা বাধ্যতামূলক। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়ো টিকিট তৈরির ঘটনা বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, আনরিজার্ভড (Unreserved) টিকিটে যাত্রা করলে আর মোবাইলে টিকিট দেখিয়ে চলবে না। এই ক্ষেত্রে প্রিন্ট করা টিকিট বহন করা বাধ্যতামূলক। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়ো টিকিট তৈরির ঘটনা বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
advertisement
6/8
যে টিকিটগুলির ক্ষেত্রে প্রিন্ট বাধ্যতামূলকনতুন নিয়ম অনুযায়ী, নিচের মাধ্যমে কাটা আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে প্রিন্ট করা কপি সঙ্গে রাখতে হবে—
UTS (Unreserved Ticketing System),
ATVM (Automatic Ticket Vending Machine),
টিকিট কাউন্টার থেকে কাটা আনরিজার্ভড টিকিট।

এই টিকিটগুলি মোবাইলে দেখালে আর গ্রহণ করা হবে না।
যে টিকিটগুলির ক্ষেত্রে প্রিন্ট বাধ্যতামূলক নতুন নিয়ম অনুযায়ী, নিচের মাধ্যমে কাটা আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে প্রিন্ট করা কপি সঙ্গে রাখতে হবে— UTS (Unreserved Ticketing System), ATVM (Automatic Ticket Vending Machine), টিকিট কাউন্টার থেকে কাটা আনরিজার্ভড টিকিট। এই টিকিটগুলি মোবাইলে দেখালে আর গ্রহণ করা হবে না।
advertisement
7/8
যে টিকিটে মোবাইল দেখানো যাবেএই নিয়ম প্রযোজ্য নয়—
রিজার্ভড ই-টিকিট,
MT-CUT টিকিট।

এই ধরনের টিকিট আগের মতোই ডিজিটাল মাধ্যমে দেখিয়ে যাত্রা করা যাবে।
যে টিকিটে মোবাইল দেখানো যাবে এই নিয়ম প্রযোজ্য নয়— রিজার্ভড ই-টিকিট, MT-CUT টিকিট। এই ধরনের টিকিট আগের মতোই ডিজিটাল মাধ্যমে দেখিয়ে যাত্রা করা যাবে।
advertisement
8/8
Generated image রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, আনরিজার্ভড টিকিটে যাত্রা করলে ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিট প্রিন্ট করে নিতে হবে। তা না হলে জরিমানা গুনতে হতে পারে।
রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, আনরিজার্ভড টিকিটে যাত্রা করলে ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিট প্রিন্ট করে নিতে হবে। তা না হলে জরিমানা গুনতে হতে পারে।
advertisement
advertisement
advertisement