Viral Video: ক্রিকেটে কামালের পর নাচে ধামাল, অর্জুন তেন্ডুলকর এখন সুপার ভাইরাল, রইল প্রমাণ
- Published by:Debalina Datta
Last Updated:
দুজনকে ভাঙড়া নাচতে দেখা যাচ্ছে৷ সেই ভিডিও নতুন করে ভাইরাল ভিডিও হয়েছে৷
#মুম্বই: অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) রনজি ম্যাচে অভিষেকে দারুণ শতরান করেছেন৷ তিনি গোয়ার বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েন৷ কিছুদিন আগে অর্জুন এবং যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং চণ্ডীগড়ে ট্রেনিং সেশন করেছিলেন৷ সেসময়েই অর্জুন ও যোগরাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাতে দুজনকে ভাঙড়া নাচতে দেখা যাচ্ছে৷ সেই ভিডিও নতুন করে ভাইরাল ভিডিও হয়েছে৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
advertisement
অর্জুনকে তিনি জোরালো ট্রেনিং দিয়েছিলেন
যোগরাজ সিং একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন অর্জুন তাঁর সঙ্গে প্রায় ২ সপ্তাহ ট্রেনিং করলেন৷ অর্জুন ভোর ৫ টা তে উঠে ২ ঘণ্টা দৌড়ের পর জিমে বডিওয়েট এক্সসারসাইজ করতেন৷ এছাড়াও অর্জুনকে নিয়ে আরও একটি গল্প বলেছেন, তিনি বলেছেন, ‘‘একবার সিঙ্গল অনুশীলনের গেমে অর্জুনের একবার চোট লেগে যায়৷ আমরা তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যান৷’’ তারপর অর্জুন তাঁকে বলেন, ‘‘স্যার আমি দাঁড়াতে পারছি না৷ ’’ আমি ওকে বলি ,‘‘ভয় পেয়ো না, আগুনের নদীতে সাঁতার না কাটলে কখনও সোনা হতে পারবে না৷’’
advertisement
অর্জুন গোয়াতে দলের পক্ষে খেলতে গিয়ে ২০৭ বলে ১২০ রান করেন৷ সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন৷ নিজের ইনিংসে তিনি ১৬ টি চার এবং ২ টি ছক্কা রাখেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 16, 2022 11:37 AM IST










