নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশে অশান্তিতে ইন্ধন দিচ্ছে ইউনুসের সরকার! দাবি সে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীর!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জুলাই আন্দোলনের অন্যতম এই নেতার মৃত্যুর পরেই গোটা দেশজুড়েই ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসতে শুরু করেছে। এবারে এই বিষয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি।
ঢাকা: হাসিনা বিরোধী নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পরেই ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। জুলাই আন্দোলনের অন্যতম এই নেতার মৃত্যুর পরেই গোটা দেশজুড়েই ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসতে শুরু করেছে। এবারে এই বিষয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি। গত ১৮ তারিখ নিজের সোশ্যাল মিডিয়ায় এক্সে জানান, ওসমান হাদি একজন কট্টরপন্থী ছিলেন। আর ইউনুস সরকার ভারত বিরোধী এই জনরোষকে উসকানি দিচ্ছে। তাঁর নিজের বসত ভিটেও উন্মত্ত জনতা আগুন লাগিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন তিনি।
#WATCH | On the protests in Bangladesh following the death of Osman Hadi, Mohibul Hasan Chowdhury, a former minister in the Hasina cabinet, says, “He was a firebrand fanatic who was calling for the blood of others…Using that as an excuse, the Yunus regime wanted to instigate… pic.twitter.com/hn9fSwKLtZ
— ANI (@ANI) December 19, 2025
advertisement
advertisement
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশে চলতে থাকা এই নৈরাজ্যের জন্য সরাসরি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন মহিবুল। কট্টরপন্থী মনোভাবকে সামনে রেখেই এই চরম বিশৃঙ্খলা চলছে বলে জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুকে নির্বাচনের আগে অশান্তির পরিবেশ সৃষ্টি করার কাজে ব্যবহার করা হচ্ছে। যাতে নির্বাচনের কাজ বিঘ্নিত হয় এবং বিলম্ব হয়। ভারতীয় দূতাবাসে হামলা পরিকল্পিতভাবে ভারতকে প্রভাবিত করার চেষ্টা এবং অশান্তি পাকানোর চেষ্টা।”
advertisement
তিনি আরও বলেন, “ওসমান হাদির সঙ্গে ভারতীয় দূতাবাসের কী সম্পর্ক? তাঁরা চাইছেন যাতে ভারতীয় দূতাবাস এই দেশে বন্ধ হয়ে যায়। এবং ইউনুস সরকার জনতাকে উত্তেজিত করতে মদত দিচ্ছে। বাংলাদেশে এখন যা পরিস্থিতি তাতে অন্তর্বর্তী সরকার জনতাকে মদত দিচ্ছে। এবং সেনা ও পুলিশকে চুপ থাকতে বলছে।”
শেখ হাসিনার মন্ত্রীসভার সদস্য মহিবুল মৃত ওসমান হাদিকে কট্টরপন্থী বলে আখ্যা দেন। তিনি বলেন, “ওসমান হাদি একজন কট্টরপন্থী ছিলেন যে সবসময় রক্ত ঝরানোর কথা বলত। আর সেটাকেই কাজে লাগিয়ে বিভিন্ন কট্টরপন্থী দলগুলিকে গোটা দেশজুড়ে অশান্তি ছড়ানোর কাজ করছেন ইউনুসের সরকার। তাঁর প্রধান লক্ষ্যই হল নির্বাচন পিছিয়ে দেওয়া। ভারতীয় কমিশনে হামলার ঘটানো হয় যাতে দিল্লি এই বিষয়ে হস্তক্ষেপ করে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 7:01 PM IST









