ব্যান্ডেল স্টেশনেই মহিলার প্রসব-বেদনা! রেলরক্ষী বাহিনী ও চিকিৎসকদের তৎপরতায় সুস্থ সন্তান প্রসব
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
চিকিৎসা সরঞ্জাম এবং তার পেশাগত দক্ষতার সাহায্যে ড. চট্টোপাধ্যায় শীতের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্ল্যাটফর্মেই সফলভাবে প্রসব সম্পন্ন করান।
ব্যান্ডেল: ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে নবজাতকের নিরাপদ প্রসব সফলভাবে সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব রেলওয়ের চিকিৎসা বিভাগ। ব্যান্ডেল স্বাস্থ্য ইউনিট স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে প্ল্যাটফর্মে তীব্র প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মহিলার বিষয়ে একটি জরুরি ফোন পায়। দেরি না করে, সদ্য যোগদানকারী চুক্তিভিত্তিক চিকিৎসক ড. অয়ন চট্টোপাধ্য়ায় প্যারামেডিক্যাল কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং অবিলম্বে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেন।
প্ল্যাটফর্মে সুমিত্রা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময়ে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। প্ল্যাটফর্মের মধ্যেই শুয়ে পড়েন তিনি। তাঁর কাছে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা। মহিলা আরপিএফ কর্মী এবং চিকিৎসক ওই মহিলাকে ঘিরে দাঁড়িয়ে পড়েন। চার দিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই কাপড়ের ঘেরাটোপেই সুমিত্রা ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে জিআরপির তৎপরতায় অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
advertisement
advertisement
চিকিৎসা সরঞ্জাম এবং তার পেশাগত দক্ষতার সাহায্যে ড. চট্টোপাধ্যায় শীতের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্ল্যাটফর্মেই সফলভাবে প্রসব সম্পন্ন করান। মা ও নবজাতক উভয়কেই চুঁচুড়া স্টেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 7:00 PM IST








