North 24 Parganas News: গুলির লড়াইয়ে জনপ্রতিনিধিরা! প্রথম জেলা পরিষদের সভাধিপতি, তৃতীয় খাদ্যমন্ত্রী! পুলিশ দিল পুরস্কার
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: বারাসাত পুলিশ জেলার ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চমক। গুলি ছুড়ে প্রথম জেলা পরিষদের সভাধিপতি, তৃতীয় খাদ্যমন্ত্রী।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গুলি ছুড়েই প্রথম হলেন জেলা পরিষদের সভাধিপতি, তৃতীয় খাদ্যমন্ত্রী! বারাসাত পুলিশ জেলার ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বারাসাত জেলা পুলিশের সদর দফতর দোলতলা পুলিশ লাইনে আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার ব্যানার্জী, বারাসাতের এসডিপিও বিদ্যাগর আজিংকা অনন্ত সহ বিশিষ্ট অতিথিরা। দু’দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের কয়েকশো পুলিশকর্মী অংশ নেন। পাশাপাশি অতিথিরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
এয়ার গান শুটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দ্বিতীয় হন দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় জেলা পুলিশের তরফে। এদিন ভলিবল সহ একাধিক ক্রীড়া বিভাগে অংশ নিতে দেখা যায় জেলা পুলিশের পুলিশ কর্মী ও আধিকারিকদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শর্ট ফুটবল কিক প্লে বিভাগে প্রথম হন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, দ্বিতীয় স্থান অধিকার করেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ এবং তৃতীয় হন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায় পুলিশ কর্মীদের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 19, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গুলির লড়াইয়ে জনপ্রতিনিধিরা! প্রথম জেলা পরিষদের সভাধিপতি, তৃতীয় খাদ্যমন্ত্রী! পুলিশ দিল পুরস্কার








