Jhargram News: চুলে কোনও স্টাইল নয়! পরতে হবে ফর্মাল শু, মক ইন্টারভিউতে আসন্ন চাকরিপ্রার্থীদের বোঝালেন পুলিশকর্তারা!
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
চাকরি প্রার্থীকে নিজের অভিজ্ঞতা থেকে এক এক করে প্রশ্ন করছিলেন পুলিশ আধিকারিকরা। কেউ নির্ভয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন । কেউ আবার ঘাবড়ে গিয়ে বারে বারে জল চাইছিলেন। সারাদিন ধরে এই ভাবেই চলে মক্ ইন্টারভিউ।
advertisement
ইন্টারভিউ দিতে গেলে পরতে হবে অতিরিক্ত রংবিহীন পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক। মন থেকে ভয়-ভীতি দূরে রেখে চোখে চোখ রেখে পরীক্ষকদের প্রশ্নের উত্তর দিতে হবে সোজা ভাষায়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের লক্ষ্যভেদ কর্মসূচির মাধ্যমে জেলা পুলিশ লাইনে প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরিপ্রার্থীদের এইভাবে মক্ ইন্টারভিউয়ের মাধ্যমে হাতে-কলমে ভুল ধরিয়ে দিলেন পুলিশ আধিকারিকরা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
মক্ ইন্টারভিউর জন্য ঝাড়গ্রাম জেলা ও অন্যান্য জেলা থেকে মোট ৮৫ জন চাকরিপ্রার্থী মক্ ইন্টারভিউর জন্য আবেদন জানিয়েছিলেন। ইন্টারভিউতে অংশ নিয়েছিল ৪০ জন।কীভাবে ইন্টারভিউ হয়? যারা ইন্টারভিউ নেন তারা কেমন প্রশ্ন করেন! কীভাবে উত্তর দিতে হয় তা হাতে-কলমে বুঝিয়ে দিলেন উপস্থিত পুলিশ কর্তারা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
ইন্টারভিউর নিয়ম মেনেই পরিকাঠামো তৈরি করা হয়েছিল জেলা পুলিশ লাইনে। ওয়েটিং রুমে অপেক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ রুমের পৌঁছান পর্যন্ত পুরোটাই ছিল সিস্টেমেটিক। ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, ডিএসপি (ট্রাফিক) আমির সোহেল এবং ডিএসপি (ডিইবি) দিব্যেন্দু সাহা ছিলেন মুখ্য পরীক্ষকের তিনটি ইন্টারভিউ রুমে। তাঁদের সঙ্গী ছিলেন অতীতে শিক্ষকতা অভিজ্ঞতা ,বিএড বা ডিএলএড ডিগ্রিধারী পুলিশ অফিসাররা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
এদিন পুলিশ কর্তারা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, মাথায় এই ধরনের চুলের হেয়ার স্টাইল রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হালকা বর্ণের এক রঙের জামা পরা উচিত। পায়ে হাওয়ায় চটির পরিবর্তে রাখতে হবে সু। ডেমোস্টেশন ক্লাসে পড়ুয়াদের পড়ার যোগ্য অক্ষরে লিখতে হবে। পড়ানোর সময় ঝড়ের গতিতে নয়, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হবে। এসডিপিও শামীম বিশ্বাস বলেন,'নিজেদের অভিজ্ঞতা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরিপ্রার্থীদের মক্ ইন্টারভিউর মাধ্যমে তাঁদের খামতি এবং ভুলগুলি ধরিয়ে দেওয়া হয়। যেন তাঁরা ইন্টারভিউর টেবিলে গিয়ে ভুল না করে বসে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
মক্ ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থী প্রশান্ত মাহাতো বলেন,'এটা যদি ইন্টারভিউর বোর্ড হত তাহলে আজ হয়ত আমি ফেল করে যেতাম। কিন্তু মক্ ইন্টারভিউতে আমার ভুল গুলি ধরিয়ে দেওয়া হয়েছে। কী ধরনের পোশাক পরতে হবে? কীভাবে কথা বলা উচিত সবই শিখিয়ে দিয়েছেন পুলিশ কর্তারা। এই মক্ ইন্টারভিউ সত্যি আমাদের চাকরি জীবনে খুবই গুরুত্ব রাখবে'।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)







