UPI এর মাধ্যমে ATM থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে না কি দিতে হবে চার্জ ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এটিএম মেশিনে কার্ডলেস উইথড্রয়েল ইনস্টল হওয়ার পর আপনি গুগল পে, পেটিএম, ফোন পে-সহ অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন ৷
#নয়াদিল্লি: এটিএম ফ্রডের ঘটনায় লাগাম টানার জেরে দেশের মধ্যে কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল সুবিধা শুরু করে দেওয়া হয়েছে ৷ এই নয়া পরিষেবার মাধ্যমে এটিএম থেকে গ্রাহকরা ইউপিআই-এর সাহায্যে টাকা তুলতে পারেন ৷ এবং এর জন্য মেশিনে এটিএম কার্ড ঢোকানোর কোনও দরকার পড়ে না ৷ নয়া সুবিধাকে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল (ICCW) নাম দেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে সমস্ত ব্যাঙ্ককে শীঘ্রই এটিএমে ICCW পরিষেবা শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই-এর সঙ্গে যুক্ত নয়া সুবিধা নিয়ে এসেছে ৷ এটিএম মেশিনে কার্ডলেস উইথড্রয়েল ইনস্টল হওয়ার পর আপনি গুগল পে, পেটিএম, ফোন পে-সহ অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন ৷ এর জন্য আপনার কাছে কেবল একটি ফোন থাকতে হবে ৷ এটিএম-এর মাধ্যমে হতে থাকা বিভিন্ন ধরনের ফ্রড আটকানোর জন্য এই পরিষেবা অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
এর জন্য কি দিতে হবে চার্জ ?
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে ? নাকি বিনামূল্যে মিলবে এই পরিষেবা ? এখনও এই বিষয়ে একাধিক প্রশ্ন রয়েছে মানুষের মনে ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক এর জন্য গ্রাহকদের থেকে আলাদা চার্জ নিতে পারবেন না ৷ কার্ডলেস সুবিধা ঠিক তেমনই হবে যেমন এটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা ৷ এটিএম স্ক্রিনে QR কোড দেখা যাবে ৷ সেটা ফোন থেকে স্ক্যান করতেই টাকা তোলা যাবে ৷ এই ক্ষেত্রে ক্লোনিং বা স্কিমিংয়ের মতো বিপদ থেকে অনেকটাই নিরাপদে থাকবেন গ্রাহকরা ৷
advertisement
কীভাবে টাকা তুলবেন ?
- সবার প্রথমে এটিএম মেশিনে ক্যাশ উইথড্রয়েল অপশন সিলেক্ট করতে হবে
- এরপর এটিএম স্ক্রিনে ক্যাশ উইথড্রয়েলে UPI অপশন সিলেক্ট করতে হবে
- এটিএম মেশিনে স্ক্রিনে QR কোড দেখা যাবে
- এই QR কোড স্মার্টফোন থেকে স্ক্যান করে ইউপিআই অ্যাপের মাধ্যমে যে টাকা তুলবেন সেই অ্যামাউন্টটা দিতে হবে
- এরপর স্মার্টফোনে ইউপিআই পিন দিতে হবে
- পিন নম্বর দিলেই এটিএম মেশিন থেকে টাকা পেয়ে যাবেন
advertisement
Location :
First Published :
July 11, 2022 4:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI এর মাধ্যমে ATM থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে না কি দিতে হবে চার্জ ?