UPI এর মাধ্যমে ATM থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে না কি দিতে হবে চার্জ ?

Last Updated:

এটিএম মেশিনে কার্ডলেস উইথড্রয়েল ইনস্টল হওয়ার পর আপনি গুগল পে, পেটিএম, ফোন পে-সহ অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন ৷

#নয়াদিল্লি: এটিএম ফ্রডের ঘটনায় লাগাম টানার জেরে দেশের মধ্যে কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল সুবিধা শুরু করে দেওয়া হয়েছে ৷ এই নয়া পরিষেবার মাধ্যমে এটিএম থেকে গ্রাহকরা ইউপিআই-এর সাহায্যে টাকা তুলতে পারেন ৷ এবং এর জন্য মেশিনে এটিএম কার্ড ঢোকানোর কোনও দরকার পড়ে না ৷ নয়া সুবিধাকে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল (ICCW) নাম দেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে সমস্ত ব্যাঙ্ককে শীঘ্রই এটিএমে ICCW পরিষেবা শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই-এর সঙ্গে যুক্ত নয়া সুবিধা নিয়ে এসেছে ৷ এটিএম মেশিনে কার্ডলেস উইথড্রয়েল ইনস্টল হওয়ার পর আপনি গুগল পে, পেটিএম, ফোন পে-সহ অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন ৷ এর জন্য আপনার কাছে কেবল একটি ফোন থাকতে হবে ৷ এটিএম-এর মাধ্যমে হতে থাকা বিভিন্ন ধরনের ফ্রড আটকানোর জন্য এই পরিষেবা অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
এর জন্য কি দিতে হবে চার্জ ?
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে ? নাকি বিনামূল্যে মিলবে এই পরিষেবা ? এখনও এই বিষয়ে একাধিক প্রশ্ন রয়েছে মানুষের মনে ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক এর জন্য গ্রাহকদের থেকে আলাদা চার্জ নিতে পারবেন না ৷ কার্ডলেস সুবিধা ঠিক তেমনই হবে যেমন এটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা ৷ এটিএম স্ক্রিনে QR কোড দেখা যাবে ৷ সেটা ফোন থেকে স্ক্যান করতেই টাকা তোলা যাবে ৷ এই ক্ষেত্রে ক্লোনিং বা স্কিমিংয়ের মতো বিপদ থেকে অনেকটাই নিরাপদে থাকবেন গ্রাহকরা ৷
advertisement
কীভাবে টাকা তুলবেন ?
  • সবার প্রথমে এটিএম মেশিনে ক্যাশ উইথড্রয়েল অপশন সিলেক্ট করতে হবে
  • এরপর এটিএম স্ক্রিনে ক্যাশ উইথড্রয়েলে UPI অপশন সিলেক্ট করতে হবে
  • এটিএম মেশিনে স্ক্রিনে QR কোড দেখা যাবে
  • এই QR কোড স্মার্টফোন থেকে স্ক্যান করে ইউপিআই অ্যাপের মাধ্যমে যে টাকা তুলবেন সেই অ্যামাউন্টটা দিতে হবে
  • এরপর স্মার্টফোনে ইউপিআই পিন দিতে হবে
  • পিন নম্বর দিলেই এটিএম মেশিন থেকে টাকা পেয়ে যাবেন
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI এর মাধ্যমে ATM থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে না কি দিতে হবে চার্জ ?
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement