Price Hike: ১৮ তারিখ থেকে দই, লস্যি-সহ একাধিক জিনিসের দাম হু হু করে বাড়তে চলেছে, দেখে নিন পুরো লিস্ট....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Price Hike: কোন কোন জিনিসের দাম বাড়বে ? সস্তা হবে কী কী ? দেখে নিন পুরো লিস্ট....
#নয়াদিল্লি: আগামী কয়েকদিনে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে ৷ ফলে স্বাভাবিক ভাবে পকেটে বেশ ভালোই টান পড়তে চলেছে ৷ সম্প্রতি হয়ে যাওয়া জিএসটি কাউন্সিলের ৪৭তম বৈঠকে বেশ কিছু জিনিসের উপরে নতুন করে জিএসটি লাগু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগে জিএসটি-র অধীনের বাইরে ছিল ৷ আবার বেশ কিছু জিনিসের উপর জিএসটি বাড়ানো হয়েছে ৷
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর ২৯ জুন একটি সাংবাদিক বৈঠকে রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছেন, জিএসটি-র নতুন রেট ১৮ জুলাই থেকে লাগু করা হবে ৷ এর জেরে ১৮ জুলাই থেকে টেট্রা প্যাকের দই, লস্যির মতো জিনিসের দাম বাড়তে চলেছে ৷ এছাড়া হাসপাতালে চিকিৎসা করানোর জন্যেও দিতে হবে বেশি টাকা ৷
advertisement
advertisement
কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে -
-- টেট্রা প্যাকের দই, লস্যি ও বাটার মিল্কে ৫ শতাংশ জিএসটি লাগু করা হবে ৷
-- নতুন চেক বুক জারি করলে ব্যাঙ্কের তরফে যে ফি নেওয়া হয় তার উপরে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে ৷
advertisement
--হাসপাতালে ৫০০০ টাকা (আইসিইউ ছাড়া) বা তার বেশি দামের রুমের ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি দিতে হবে ৷
-- ১০০০ টাকার কম দামের হোটেল রুমে ১২ শতাংশ জিএসটি দিতে হবে ৷
-- এলইডি লাইট, এলইডি ল্যাম্পে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে ৷
-- ব্লেড, পেপার, কাঁচি, পেন্সিল সার্পনার, চামচ, কাঁটা চামচ ইত্যাদির উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে ৷ বর্তমানে এর উপরে ১২ শতাংশ জিএসটি দিতে হয় ৷
advertisement
দাম কমবে কোন কোন জিনিসের?
--রোপওয়েতে যাত্রার ক্ষেত্রে ১৮ শতাংশের বদলে দিতে হবে ৫ শতাংশ জিএসটি ৷
--শরীরের কৃত্রিম উপকরণ ও বডি ইমপ্ল্যান্টের ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
-- প্রতিরক্ষা বিভাগের জন্য ইম্পোর্ট করা বেশ কিছু জিনিসের উপর জিএসটি দিতে হবে না ১৮ জুলাই থেকে ৷
Location :
First Published :
July 11, 2022 3:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Price Hike: ১৮ তারিখ থেকে দই, লস্যি-সহ একাধিক জিনিসের দাম হু হু করে বাড়তে চলেছে, দেখে নিন পুরো লিস্ট....