PM Kisan: অ্যাকাউন্টে আসেনি দশম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে....

Last Updated:

PM Kisan: কী কী ভুলের ক্ষেত্রে আটকে যেতে পারে কিস্তির টাকা?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দশম কিস্তির টাকা দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ৷ এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ কিন্তু বেশ কিছু সংখ্যক কৃষকরা রেয়েছেন যাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি ৷ সে ক্ষেত্রে সরকারের তরফে জারি হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যেতে পারে ৷ পাশাপাশি এলাকার কৃষি আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে ৷
কোথায় জানাবেন অভিযোগ ?
কিষান সম্মান নিধির কিস্তির টাকা না পেলে হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷ এর জন্য হেল্পলাইন নম্বরে 011-24300606 / 011-23381092 কল করতে পারেন ৷
advertisement
advertisement
পিএম কিষান হেল্প ডেস্ক
সোমবার থেকে শুক্রবার পিএম কিষান হেল্প ডেস্কের (PM-KISAN Help Desk) ই-মেল pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারবেন ৷
কী কী ভুলের ক্ষেত্রে আটকে যেতে পারে কিস্তির টাকা?
  • কৃষকদের নিজেদের নাম ইংরেজিতে লিখতে হবে ৷ হিন্দিতে নাম লিখলে সেটি বদলে ইংরেজিতে লিখতে হবে ৷
  • আবেদনপত্রে নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ও বানান এক হতে হবে ৷
  • IFSC কোডে ভুল থাকলে হবে না ৷
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিক না হসে টাকা ক্রেডিট হবে না ৷
advertisement
কেন্দ্র সরকার পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে ছোট কৃষকদের ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রেন্সফার করা হয়ে থাকে ৷ কোনও কারনে আপনার অ্যাকাউন্টে কিস্তির টাকা না এসে থাকলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অ্যাকাউন্টে আসেনি দশম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement