#নয়াদিল্লি: ডিজিটাল ট্রানজাকশনের থেকে ক্যাশ ট্রানজাকশন বেশি করে থাকেন ? তাহলে নতুন বছরে আপনার পকেটে পড়তে চলেছে টান ৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর, ব্যাঙ্কগুলি ১ জানুয়ারি ২০২২ থেকে এটিএম ট্রানজাকশনের চার্জ বাড়িয়ে দিয়েছে ৷ এবার থেকে গ্রাহকদের নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার উপর লিমিট জারি করে দিয়েছে ৷ নির্দিষ্ট লিমিটের বেশি টাকা তুললে দিতে হবে বেশি চার্জ ৷
আরও পড়ুন: জারি হল আজকের দাম, দেখে নিন আপনার শহরে কত টাকায় মিলছে পেট্রোল
আরবিআই ১০ জুন ২০২১ এর নোটিফিকেশন অনুযায়ী, ১ জানুয়ারি ২০২২ থেকে ব্যাঙ্কগুলি ২০ টাকার বদলে ২১ টাকা ও জিএসটি চার্জ নিয়ে থাকবে ৷
মেট্রো শহরগুলি এবং গ্রামীণ এলাকার ক্ষেত্রে আলাদা আলাদা লিমিট রাখা হয়েছে -
আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছে সরকার, চেক করে নিন ব্যালেন্স
গ্রাহকরা এবার থেকে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫বার টাকা তুলতে পারবেন বিনামূল্যে ৷ এর বেশি টাকা তুললে প্রত্যেক ট্রানজাকশনে ২১ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷ আগে ২০ টাকা চার্জ নেওয়া হত ৷ গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও টাকা তুলতে পারবেন ৷ মেট্রো শহরে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে ৩বার টাকা তুলতে পারবেন এবং নন মেট্রো শহরে ৫ বার ৷
আরও পড়ুন: সঞ্চয়ের উদ্দেশ্যে সম্পত্তিতে বিনিয়োগ কি ভালো বিকল্প? জানুন বিস্তারিত!
অগাস্ট ২০১২ থেকে ইন্টারচেঞ্জ ফ্রি স্ট্রাকচারে করা হয়েছে বদল-
এর আগে এটিএম ট্রানজাকশনের জন্য ইন্টারচেঞ্জ ফ্রি স্ট্রাকচারে (Interchange Fee Structure) শেষ পরিবর্তন অগাস্ট ২০১২ সালে করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM, ATM Cash Withdrawal Limit