এবার ATM থেকে টাকা তুলতে দিতে হবে বেশি চার্জ!

Last Updated:

মেট্রো শহরগুলি এবং গ্রামীণ এলাকার ক্ষেত্রে আলাদা আলাদা লিমিট রাখা হয়েছে -

#নয়াদিল্লি: ডিজিটাল ট্রানজাকশনের থেকে ক্যাশ ট্রানজাকশন বেশি করে থাকেন ? তাহলে নতুন বছরে আপনার পকেটে পড়তে চলেছে টান ৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর, ব্যাঙ্কগুলি ১ জানুয়ারি ২০২২ থেকে এটিএম ট্রানজাকশনের চার্জ বাড়িয়ে দিয়েছে ৷ এবার থেকে গ্রাহকদের নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার উপর লিমিট জারি করে দিয়েছে ৷ নির্দিষ্ট লিমিটের বেশি টাকা তুললে দিতে হবে বেশি চার্জ ৷
আরবিআই ১০ জুন ২০২১ এর নোটিফিকেশন অনুযায়ী, ১ জানুয়ারি ২০২২ থেকে ব্যাঙ্কগুলি ২০ টাকার বদলে ২১ টাকা ও জিএসটি চার্জ নিয়ে থাকবে ৷
advertisement
মেট্রো শহরগুলি এবং গ্রামীণ এলাকার ক্ষেত্রে আলাদা আলাদা লিমিট রাখা হয়েছে -
advertisement
গ্রাহকরা এবার থেকে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫বার টাকা তুলতে পারবেন বিনামূল্যে ৷ এর বেশি টাকা তুললে প্রত্যেক ট্রানজাকশনে ২১ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷ আগে ২০ টাকা চার্জ নেওয়া হত ৷ গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও টাকা তুলতে পারবেন ৷ মেট্রো শহরে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে ৩বার টাকা তুলতে পারবেন এবং নন মেট্রো শহরে ৫ বার ৷
advertisement
অগাস্ট ২০১২ থেকে ইন্টারচেঞ্জ ফ্রি স্ট্রাকচারে করা হয়েছে বদল-
এর আগে এটিএম ট্রানজাকশনের জন্য ইন্টারচেঞ্জ ফ্রি স্ট্রাকচারে (Interchange Fee Structure) শেষ পরিবর্তন অগাস্ট ২০১২ সালে করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার ATM থেকে টাকা তুলতে দিতে হবে বেশি চার্জ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement