#নয়াদিল্লি: নতুন বছরেও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ প্রায় এক মাস ধরে স্থির রয়েছে জ্বালানির দাম ৷ সরকারি তেল সংস্থাগুলি রবিবার (2 January 2022) এর জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম (Petrol Diesel Price) জারি করে দিয়েছে ৷ নতুন দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
আরও পড়ুন: কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছে সরকার, চেক করে নিন ব্যালেন্স
এখানে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
দীপাবলির আগে কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা করা হয়েছিল ৷ এরপর থেকে এখনও পর্যন্ত স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ আজকের দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
আরও পড়ুন: কর্মচারীদের জন্য নতুন বছরে বাম্পার উপহার! ৩% DA বৃদ্ধি, Arrear নিয়েও বড় সিদ্ধান্ত
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: সঞ্চয়ের উদ্দেশ্যে সম্পত্তিতে বিনিয়োগ কি ভালো বিকল্প? জানুন বিস্তারিত!
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price