বর্ষীয়াণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের সময়সীমা বাড়াল এসবিআই
- Published by:Suman Majumder
Last Updated:
SBI Wecare: এসবিআই উইকেয়ার স্কিমে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বয়স্ক নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ আরেকবার বাড়িয়ে দিয়েছে।
২০২০ সালের মে মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই উইকেয়ার (SBI Wecare) নামে বর্ষীয়াণ নাগরিকদের জন্য ডিপোজিট স্কিম শুরু করেছিল। শুরুর দিকে এখানে শুধুমাত্র ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ করা যেত। কিন্তু করোনা মহামারীর জন্য এই স্কিমের সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- ৫০ দিনেই ফসল ফলে, লাল ভিন্ডি বিক্রি করে লাখ টাকা ঘরে তুলবেন কীভাবে?
লাইভমিন্টের একটি রিপোর্ট অনুযায়ী এসবিআই (SBI) জানিয়েছে যে এসবিআই উইকেয়ার স্কিমে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে রিটেল টাইম ডিপোজিট সেগমেন্টে বর্ষীয়াণ নাগরিকদের জন্য এই এসবিআই উইকেয়ার ডিপোজিট স্কিম লঞ্চ করা হয়েছিল।
advertisement
advertisement
এখানে বিনিয়োগ করলে বয়স্ক নাগরিকরা অতিরিক্ত কয়েকটি সুবিধা পান। সাধারণত বয়স্ক নাগরিকরা রিটেল ফিক্সড ডিপোজিটে ৫ বছর এবং তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করলে ৫০ বেসিস পয়েন্টের বেশি সুদ পান। এক্ষেত্রে বয়স্ক নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট ছাড়াও অতিরিক্ত ৩০ পয়েন্ট বেশি পায়।
সুদের হার -
বর্ষীয়াণ নাগরিকদের জন্য শুরু করা এসবিআই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে যদি কোনও বর্ষীয়াণ নাগরিক ৫ বছর অথবা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি ৩০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান।
advertisement
একই সময়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ জনগণকে ৫ বছর অথবা তার বেশি সময় ফিক্সড ডিপোজিটের ওপরে ৫.৬৫ শতাংশ বার্ষিক হারে সুদ দেয়। এক্ষেত্রে কোনও বর্ষীয়াণ নাগরিক যদি স্পেশাল স্কিমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি ৬.৪৫ শতাংশ হারে সুদ পাবেন।
advertisement
এসবিআই উৎসব জমা যোজনা -
ভারতীয় স্টেট ব্যাঙ্ক উৎসব জমা যোজনা নামের একটি নতুন টার্ম ডিপোজিট স্কিম শুরু করেছে। এই যোজনা ২০২২ সালের ১৫ অগাস্ট শুরু করা হয়েছিল। যেখানে ২০২২ সালের ৩০ শে অক্টোবর পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই যোজনায় বিনিয়োগ করলে ৬.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট রেট -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটে ২.৯০ শতাংশ থেকে শুরু করে ৫.৬৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।
advertisement
আমজনতাদের এই হারে সুদ দেওয়া হলেও বর্ষীয়াণ নাগরিকদের ৩.৪০ শতাংশ থেকে শুরু করে ৬.৪৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২২ সালের ১৩ অগাস্ট তাদের সুদের হার সংশোধন করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 9:04 PM IST








