প্যান কার্ডই শুধু নয়, ট্যাক্সের কাজে দরকার ট্যান কার্ডও! আপনার ঠিক কতটা দরকার মিলিয়ে নিন এখনই!

Last Updated:

ট্যান কার্ড কোথায় কী কাজে ব্যবহার করা হয়, সেই সম্পর্কেও কিন্তু তথ্য থাকা প্রয়োজন। এক নজরে তাই দেখে নেওয়া যাক এই ট্যান কার্ডের সমস্ত খুঁটিনাটি।

#কলকাতা: আমরা প্রায় সকলেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number) অর্থাৎ প্যান কার্ডের (PAN Card সঙ্গে পরিচিত। করদাতারা এই প্যান কার্ডের সঙ্গে আরও বেশি করে পরিচিত। কারণ ট্যাক্স জমা করার জন্য প্যান কার্ড অনিবার্য। কিন্তু, অনেকেই হয় তো ট্যান কার্ড (TAN Card) অর্থাৎ টিএএন- এর (TAN) নাম শোনেননি। এই ট্যান কার্ডও ট্যাক্সের সঙ্গে জড়িত। কিন্তু, আমরা অনেকেই প্যান কার্ড এবং ট্যান কার্ডের মধ্যে পার্থক্য জানি না। ট্যান কার্ড কোথায় কী কাজে ব্যবহার করা হয়, সেই সম্পর্কেও কিন্তু তথ্য থাকা প্রয়োজন। এক নজরে তাই দেখে নেওয়া যাক এই ট্যান কার্ডের সমস্ত খুঁটিনাটি।
ট্যান কার্ড -
ট্যানের পুরো নাম হল ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর (Tax Deduction and Collection Account Number)। এই ট্যান কার্ড আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়। আসলে যাঁরা ট্যাক্স দেন অর্থাৎ করদাতাদের জন্য এই ট্যান কার্ড জরুরি নয়। যাঁরা ট্যাক্স কালেক্ট করেন, তাঁদের জন্য এই ট্যান কার্ড অনিবার্য। ধরা যাক কেউ অন্য কারও জন্য কোনও কাজ করেন। সেই কাজের জন্য তিনি টাকা পায়। তিনি যাঁর জন্য কাজ করেন, সেই ব্যক্তি টাকা দেওয়ার সময় সেই টাকার থেকে টিডিএস কেটে নেন। এখানে যিনি টিডিএস (TDS) কাটছেন, তাঁকে সময়মতো তা ট্যাক্স হিসেবে জমা দিতে হয়।
advertisement
advertisement
এর জন্য এই ধরনের লোকেদের ট্যান কার্ড বানাতে হয়। অর্থাৎ কেউ যদি কোনও কোম্পানির মালিক হন এবং সেই কোম্পানিতে কয়েকজন কর্মী কাজ করেন, তাহলে সেই মালিকের তাঁদের বেতন দিতে হয়। এর জন্য সেই মালিকের ট্যান নম্বর গুরুত্বপূর্ণ।
advertisement
প্যানের থেকে আলাদা -
ট্যান কার্ড সেই সকল লোকেদের জন্য যাঁরা ট্যাক্স কাটেন। অন্য দিকে, প্যান কার্ড সেই সকল লোকেদের জন্য যাঁরা ট্যাক্স জমা দেন। টিডিএসের সঙ্গে জড়িত সমস্ত কাগজে ট্যান নম্বর জরুরি। প্যান কার্ড ১০ অঙ্কের নম্বরের হয় যা চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্যান কার্ডের মাধ্যমে সরকার বড় লেনদেনের উপরে নজর রাখে।
advertisement
ট্যান কার্ডের জন্য অ্যাপ্লাই -
ট্যান কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়। ট্যান কার্ড তৈরি করার জন্য ফর্ম ৪৯বি-এর মাধ্যমে আবেদন করতে হয়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ট্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। ট্যান কার্ড তৈরি করার জন্য ৬২ টাকা জমা দিতে হয়। অনলাইনে ট্যান কার্ডের আবেদন করার জন্য এনএসডিএল-এর (NDSL) আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্যান কার্ডই শুধু নয়, ট্যাক্সের কাজে দরকার ট্যান কার্ডও! আপনার ঠিক কতটা দরকার মিলিয়ে নিন এখনই!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement